Tuesday, March 31, 2015

সিরাজগঞ্জে যৌথবাহিনীর বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।


সিরাজগঞ্জে যৌথবাহিনীর বিভিন্ন অভিযানে
উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা
হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের
কালেক্টরেট ভবন চত্বরে মাদক ধ্বংস কর্মসূচির
উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম এমরান হোসেন।
এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার
উল্লাহ উপস্থিত ছিলেন।
আদালত পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, বিভিন্ন
সময় জেলার বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের গোয়েন্দা
শাখার (ডিবি) সদস্যদের অভিযানে উদ্ধারকৃত চার
হাজার ১২৯ বোতল ফেনসিডিল, ৪৩ কেজি গাঁজা, ৪৮৫
পিস ইয়াবা ট্যাবলেট, দুই লিটার ৭৫০ মিলি চোলাই
মদ ধ্বংস করা হয়। এছাড়া এসময় পাঁচটি পেট্রোল
বোমা ও একটি ককটেলসহ বিভিন্ন অবৈধ পণ্য ধ্বংস
করা হয়।

0 comments:

Post a Comment