সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Saturday, July 30, 2016

‘এমন ভ্যাকসিন তৈরি করুন যেন মাতৃগর্ভেই জঙ্গি বেড়ে না ওঠে’

নিজস্ব প্রতিবেদক, সাভার-
ওষুধ শিল্প মালিকদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এমন ভ্যাকসিন তৈরি করুন যেন মাতৃগর্ভেই কোনো জঙ্গি আর বেড়ে উঠতে না পারে।
বৃহস্পতিবার দুপুর সাভারের আশুলিয়ার কাঠগড়ায় ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড আয়োজিত বাল্ক ম্যানুফেকচারিং ফ্যাসিলিটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের ওষুধ শিল্প মালিকদের প্রতি এ আহ্বান জানান
মন্ত্রী বলেন, কিছু দেশের ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ ওয়ার্ল্ড হেল্থ ওর্গানাইজেশনের স্বীকৃতি পাচ্ছেনা। তবে নিজেদের দক্ষতা দিয়ে হলেও বাংলাদেশ তা অর্জন করবে বলেও জানান তিনি।
এছাড়াও মন্ত্রী আরও বলেন, জঙ্গি দমনে ভ্যাকসিন আবিস্কার দরকান। যেন ওই ভ্যাকসিন খেয়ে জঙ্গিরা ঘুমিয়ে পড়ে।
এর আগে মন্ত্রী ফিটা কেটে ইনসেপ্টা ভ্যাকসিন বাল্ক ম্যানুফ্যকচারিং ফ্যাসিলিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি পুরো ফ্যাক্টরি পরিদর্শন করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিবেসে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. দীন মোহাম্মদ নুরুল হক ও পরিবার পরিকল্পণা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওযাহিদ হোসেন এনডিসি। ইনসেপটা ভ্যাকসিন বাল্ক ম্যানুফ্যকচারিং ফ্যাসিলিটির প্রেজেন্টেশন প্রদান করেন ইনসেপটা ফার্মাসিটিউক্যালস ও ইনসেপটা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদির।

Thursday, July 28, 2016

সিরাজগঞ্জে বন্যায় ২১৫টি গ্রামে ৬১৪৫ টি পরিবার ক্ষতিগ্রস্ত

সিরাজগঞ্জ প্রতিদিনঃ যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধ (হার্ডপয়েন্ট) এলাকায় দিয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাাবিত হচ্ছে। এতে করে বন্যা দুর্গতো মানুষেরা দুর্ভোগে পড়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তারা আশ্রয় কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়েছেন।
বন্যায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর, বেলকুচি, সদর ও চৌহালী উপজেলার ৩৫টি ইউনিয়নের ২১৫টি গ্রামের ৬১৪৫ টি পরিবারের ২৭,৯৯৫ সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ১৯৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ৪টি উপজেলার ৫০২টি ঘর-বাড়ি সম্পূর্ণ্য এবং ৪১৯০টি আংশিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তের পাশাপাশি ৮৬.৪৫ কিলোমিটার বাঁধ ও রাস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের বন্যার ক্ষয় ক্ষতির বিবরন ও ত্রাণ তৎপরতার প্রতিবেদন সুত্রে জানাগেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: ওয়ালী উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৪০ মেট্রিক টন চাউল ও নগদ ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Wednesday, July 27, 2016

সিরাজগঞ্জে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যেগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপাধ্যাক্ষ জেসমিন আকতার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোতালেব হোসেন, সহযোগী অধ্যাপক সুলতান মাহমুদ, সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের মূল বক্তব্য হলো ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু এক শ্রেণির চক্রান্তকারী ধর্মের দোহাই দিয়ে সমাজের উচ্চ মধ্যবিত্ত পরিবারের যুবকদের ভুল বুঝিয়ে জঙ্গি তৈরি করা হয়েছে। তাদের দিয়ে দেশের মধ্যে হামলা চালিয়ে দেশি-বিদেশি সাধারণ নিরীহ মানুষকে হত্যার খেলায় মেতেছে।
বক্তারা আরো বলেন, বাঙালিরা এই জঙ্গিবাদ মেনে নেবে না। স্বার্থান্বেষীদের বাদ দিয়ে বাকি ১৬ কোটি মানুষ এখন জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবার মিলিত প্রচেষ্টায় জঙ্গিরা দেশ থেকে বিতাড়িত হবে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

সিরাজগঞ্জে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যেগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপাধ্যাক্ষ জেসমিন আকতার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোতালেব হোসেন, সহযোগী অধ্যাপক সুলতান মাহমুদ, সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশের মূল বক্তব্য হলো ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কিন্তু এক শ্রেণির চক্রান্তকারী ধর্মের দোহাই দিয়ে সমাজের উচ্চ মধ্যবিত্ত পরিবারের যুবকদের ভুল বুঝিয়ে জঙ্গি তৈরি করা হয়েছে। তাদের দিয়ে দেশের মধ্যে হামলা চালিয়ে দেশি-বিদেশি সাধারণ নিরীহ মানুষকে হত্যার খেলায় মেতেছে।
বক্তারা আরো বলেন, বাঙালিরা এই জঙ্গিবাদ মেনে নেবে না। স্বার্থান্বেষীদের বাদ দিয়ে বাকি ১৬ কোটি মানুষ এখন জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবার মিলিত প্রচেষ্টায় জঙ্গিরা দেশ থেকে বিতাড়িত হবে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

সিরাজগঞ্জে জেএমবি’র ৪ নারী সদস্যের রিমান্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম এ আদেশ দেন।
এরা হলেন- সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।
সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাংলানিউজকে জানান, আটক জেএমবি সদস্যদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (২৪ জুলাই) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ জিহাদী বই, ছয়টি ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ এই চার নারীকে আটক করে ডিবি।

সিরাজগঞ্জে জেএমবি’র ৪ নারী সদস্যের রিমান্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোরশেদ আলম এ আদেশ দেন।
এরা হলেন- সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।
সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাংলানিউজকে জানান, আটক জেএমবি সদস্যদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (২৪ জুলাই) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ জিহাদী বই, ছয়টি ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ এই চার নারীকে আটক করে ডিবি।

Monday, July 25, 2016

বিএনপি-জামায়াত জঙ্গির মদদদাতা -মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ প্রতিদিনঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত এদেশে জঙ্গির মদদদাতা। বেগম খালেদা জিয়া জামায়াতকে সাথে নিয়ে দেশে জঙ্গি কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। এদেশের মানুষ শান্তি চায়। ইসলাম শন্তির ধর্ম। সেই ধর্মের অপব্যাখ্যা করে দেশে জঙ্গি হামলা চালিয়ে কোন লাভ হবে না।
রবিবার সন্ধ্যায় বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ধুনট উপজেলা ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মঈন উদ্দিন খান বাদল, বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ বড়ুয়া, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউর রশিদ খান, হিন্দু বৈদ্ধ্য, খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ড. নিম চন্দ্র ভৌমিক, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান, জাতীয় পার্টির (জেপি) সংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, গণ-আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আতাউল্লাহ খান প্রমুখ। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল হাই, ওর্য়াকাস পার্টির সদস্য কমরেড সালেহা ।

জনপ্রশাসন পদক পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান কবির বিন আনোয়ার

প্রতিবেদকঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এটুআই প্রোগ্রাম 'জনপ্রশাসন পদক-২০১৬’ অর্জন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) এর প্রকল্প পরিচালক সিরাজগঞ্জের কৃতি সন্তান কবির বিন আনোয়ার। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কবির বিন আনোয়ারের হাতে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
জনপ্রশাসন পদক প্রদানের ফলে প্রজাতন্ত্রের কর্মীদের কাজে উৎসাহ আসবে। তারা কাজে আরও মন দেবেন। এ পদক প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের প্রতি প্রতিযোগিতা ও উৎসাহ-উদ্দীপনা বাড়াবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা পুরস্কৃত হলেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই পদক। প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির স্বার্থে চাকরি নয়, জনগণের জন্য কাজ করা পবিত্র দায়িত্ব। সে হিসেবে জনগণের জন্য কাজ করতে হবে।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশিকুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে কবির বিন আনোয়ার জনপ্রশাসন পদক পাওয়ায় সিরাজগঞ্জ প্রতিদিনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়া হলো জনপ্রশাসন পদক। ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক শ্রেণীতে জাতীয় পর্যায়ে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়েছে। এছাড়া আরো ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে।
কবির বিন আনোয়ার ১৯৭২ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি হয়ে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ১৯৮০ সালে শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত হয়ে কলেজ প্রিফেক্ট হিসেবে দায়িত্ব পালন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি। ১৯৮২ থেকে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ। ১৯৮৫-১৯৮৮ পর্যন্ত ছাত্রলীগ ফজলুল হক হল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন। 
কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন শেষ করে কবির বিন আনোয়ার ১৯৮৮তে সিভিল সার্ভিসে (প্রশাসন) (৭ম ব্যাচ) যোগদান। একযুগ মাঠ পর্যায়ে, অর্ধযুগ পররাষ্ট্র মন্ত্রণালয়, তন্মধ্যে ৩ বছর নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে অতঃপর রাঙামাটি বরকল উপজেলা নির্বাহী অফিসার। পরবর্তী সময়ে অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শেষে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত রয়েছেন ও একসেস টু ইনফরমেশন (এটুআই) এর প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখা, সাঁকো প্রতিবন্ধী স্কুলের এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জন্মভূমি সিরাজগঞ্জের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কবির বিন আনোয়ারের গর্বিত পিতা আনোয়ার হোসেন রতু সিরাজগঞ্জ মহকুমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে একাধারে ২২ বছর দায়িত্ব পালন করেন। মাতা সৈয়দা ইসাবেলা একাধারে কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষক।

Sunday, July 24, 2016

বোমাসহ সন্দেহভাজন ৪ নারী জঙ্গি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরে জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ; তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্র মতবাদের বই
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান বলেন, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৩টার দিকে শহরের মাছুমপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
এরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার রুমা (২২), পরানবাড়িয়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জের পোচাদহ গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমা খাতুন (১৯)।
ওসি ওহেদুজ্জামান বলেন, “ওই বাড়ি থেকে ছয়টি হাতবোমা, গ্রেনেডের চারটি খোল, নয়টি জিহাদি বই, ডেটোনেটর ও সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, আটক চার নারী জেএমবি সদস্য বলে তারা ধারণা করছেন। তাদের সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, আটক চার নারী জেএমবির সক্রিয় সদস্য। গত মে মাসে তারা এই বাড়িটি ভাড়া নেয়। তখন থেকেই তারা এখানে থেকে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Saturday, July 23, 2016

সিরাজগঞ্জে গাঁজা ও ট্রাকসহ চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: সিরাজগঞ্জে দু’শ’ কেজি গাঁজা ও ট্রাকসহ জুয়েল (২৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) দিনগত বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে গাঁজা ও ট্রাকসহ তাকে আটক করা হয়।
আটক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা এলাকার বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, কুমিল্লা থেকে উত্তরবঙ্গের দিকে গাঁজাবাহী ট্রাকটি যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপারে চেকপোস্ট বসিয়ে গাঁজা ও টাকসহ চালককে আটক করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Thursday, July 21, 2016

জঙ্গী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

জঙ্গীবাদ, সন্ত্রাস এবং গুপ্তহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রতিবাদ সভা ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি উদ্যোগে সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে আদালত চত্বরে মানববন্ধন করে আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রেজাউল করীম রাখালের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিম সরকার হাকিম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্দুর রহমান, জিপি এ্যাডভোকেট জাহিদ হোসেন, সাবেক পিপি এ্যাডভোকেট রেজাউল করীম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রজব আলী সরকার, সাবেক সভাপতি নুরুল আমীন, সাবেক সভাপতি আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট মীর রুহুল আমীন বাবু, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস.এম. আব্দুর হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, এপিপি এ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, কায়সার আহমেদ লিটন প্রমুখ।

Tuesday, July 19, 2016

সিরাজগঞ্জে ১৬ জন নিখোঁজ, অধিকাংশই ছাত্র-যুবক

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ১৬ জন ছাত্র যুবক নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রায় দেড় বছর ধরে এরা নিখোঁজ রয়েছে বলে পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে। ১১ জনের নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর থানার পাঁচজন, উল্লাপাড়া থানার চারজন, কাজীপুর থানার একজন এবং চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় একজন রয়েছেন।
তারা হল উল্লাপাড়া উপজেলার রাউতান গ্রামের হায়দার আলী সিদ্দিকির ছেলে জাভেদ সিদ্দিক (২৫), দাদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে হাফেজ আবদুল মোমিন (২৭), সেখ পাড়া গ্রামের কে এম সিরাজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৩) ও চুড়ুইমুরী গ্রামের আনসেদ প্রামাণিকের ছেলে হাফেজ মাসুদ রানা (২৭)। চৌহালী উপজেলার এনায়েতপুর থানার ছারোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (১৬)। কাজীপুর উপজেলার বেরী পোটল গ্রামের সেলিম হোসেনের ছেলে আরমান রেজা (১৫)। সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলগাতী গ্রামের মৃত হাজী খলিলুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩৫), রাঙ্গালিয়া গাতী গ্রামের মনির“জ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), মৃত আফজাল হোসেন খানের ছেলে কাওছার খান (৪০), পশ্চিম গজারিয়া গ্রামের আবদুল সেখের ছেলে আবদুল মোমিন (২৩) এবং শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের আবদুল হামিদ সরকারের ছেলে হাবিবুর রহমান (২৭)।
এ ছাড়া সাধারণ ডায়েরি করা হয়নি এমন আরও ৫ জন ছেলের নিখোঁজ হওয়ার সন্ধান পেয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশে অপারগতা জানিয়েছে। তারা বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের বয়স ১৪-৩০ বছর। এরা মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে নিখোঁজদের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে তাদের অধিকাংশই ছাত্র। এর মধ্যে মাদ্রাসা ও পলিটেকনিকের ছাত্র বেশি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানায় করা ডায়েরি থেকে জানা গেছে, এসব ছেলে দেড় বছর ধরে নিখোঁজ। বাড়ির কাউকে না জানিয়ে তারা হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে গেছে। এর পর আর তারা পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। এদের মধ্যে যারা মুঠোফোন ব্যবহার করত তাদের ফোনগুলো নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ রয়েছে।
সংশিষ্ট থানার ওসিরা জানান, এনায়েতপুর থানার জাকির হোসেন দশম শ্রেণির ছাত্র। সে গত ২ জুলাই নিখোঁজ হয়। সে ঘরে ভাইদের সঙ্গে ঘুমিয়ে থাকার পর রাতের কোনো এক সময় ঘর থেকে বের হয়ে চলে যায়। উল্লাপাড়া দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি মাদ্রাসা থেকে হাফেজ আবদুল মোমিন আট মাস আগে তাবলিগে যাওয়ার কথা বলে কাকরাইলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো সন্ধান নেই। বাকি নিখোঁজরা বাড়ি থেকে নিজেদের ইচ্ছায় চলে গেছে। এসব বিষয়ে পরিবারও সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিভিন্ন থানায় পরিবারের পক্ষ থেকে করা সাধারণ ডায়েরি থেকে এদের নিখোঁজ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অপর দিকে সাধারণ ডায়েরি করা হয়নি অথচ নিখোঁজ রয়েছে এমন আরও ৫ ব্যক্তির সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ বলেছেন, সিরাজগঞ্জে এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো ঘটনা না ঘটলেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সিরাজগঞ্জে কতিপয় ব্যক্তি ওই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত হয়ে সিরাজগঞ্জের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে এমন তথ্য পুলিশের কাছে রয়েছে।

Wednesday, July 13, 2016

জঙ্গিবাদ রোধে এলাকায় গিয়ে জনসচেতনতা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

ঢাকা : মন্ত্রী, এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই তাগিদ দেন। বৈঠকে অংশ নেয়া মন্ত্রিসভার একজন সদস্য একথা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকা যেন আমাদের নজরদারিতে থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে গুলশানের ঘটনা মোকাবেলা করেছে। দেশের বাইরে অনেকে মনে করতে পারে যে আমরা পশ্চাৎপদ। কিন্তু আমরা তা নই। আমরা ভালোভাবেই গুলশানের ঘটনা সামাল দিতে পেরেছি।’

Tuesday, July 12, 2016

প্রধানমন্ত্রী রাত জেগে জঙ্গি তাড়ান, আপনারা বৃষ্টির ভয়ে পালান

ঢাকা : কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশের সময় হঠাত করেই বৃষ্টি হানা দেয়। এ সময় গা ভেজার ভয়ে দলীয় নেতাকর্মীরা এদিক সেদিক চলে যেতে শুরু করে। আর তাতেই কিনা নেতাকর্মীদের এক হাত নিলেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
নেতাকর্মীদের উপর রাগ ঝেড়ে তিনি বলেন, ‘এখানে আমরা খেলা করতে আসি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে অপারেশন চালাতে পারেন। জঙ্গি দমনের পরিকল্পনা করতে পারেন। আর আপনারা একটু বৃষ্টিতে ভিজে বসতে পারেন না। দৌড়ে পালান।’
সোমবার (১১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলীয় জোট আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, ‘যারা এখানে বসবেন না, চলে যান। আমরা এখানে খেলতে আসি নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি।’
নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী রাতে জেগে জঙ্গি দমন করেন। আর আমরা একটা দিন কষ্ট করতে পারছি না। আমাদের ছেলেরা জীবন দিচ্ছে, পুলিশ মারা যাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছি।’
এর আগে বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সূচনা বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়। কয়েকজন বক্তার বক্তব্যের পর বৃষ্টির কারণে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে সভাপতির আসন ছেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।