Wednesday, October 9, 2013

বিএনপি নেত্রী ৭১’এর ঘাতক যুদ্ধাপরাধিদের রক্ষায় অঙ্গিকারাবদ্ধ: মোহাম্মদ নাসিম

বিএনপি নেত্রী ৭১’এর ঘাতক যুদ্ধাপরাধিদের রক্ষায় অঙ্গিকারাবদ্ধ। কিন্তু খালেদা জিয়া তাদের রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল আলিমকে আমৃত্যু সাজা দেয়ার পর ১৪ দলের প্রতিক্রিয়া জানাতে বুধবার দুপুরে সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা গুলো বলেন। যুদ্ধাপরাধিদের বিচারের রায় এ সরকারের মেয়াদেই কার্যকর করা হবে এ কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনী অঙ্গিকার অনুযায়ি যুদ্ধাপরাধিদের বিচার করা হচ্ছে। একের পর এক ৭১ এর ঘাতকদের বিচারের রায় প্রদান করা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নেত্রী জামাত হেফাজতকে সাথে নিয়ে জনসভা করে সরকারকে হুমকি দিচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে তাহলে যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্তরা মুক্তি পাবে। তাই যুদ্ধাপরাধিদের সাজা বাস্তবায়ন করার জন্য আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে জনগনের ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ মোহাম্মদ নাসিমের বাসবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরয়িা, আবু ইউসুফ সূর্য্যসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। সংবাদিক সন্মেলন শেষে মোহাম্মদ নাসিমের পক্ষ থেকে মিষ্টি বিতরন করা হয়।

0 comments:

Post a Comment