সিরাজগঞ্জে ফেন্সিডিল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। এ ঘটনার পর দু’পাশে মহাসড়কে অন্তত ১৮ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা দূর্ভোগের কবলে পড়েন। সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ১৬ মাইল এলাকার ক্ষুদ্রদৌলতপুর নামক স্থানে আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নেয়ায় ২ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এসময় ওই ট্রাক থেকে ১৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, বগুড়া থেকে ঢাকাগামী মেমি মেহরাজ পরিবহন নামের ধানের গুড়ার বস্তা ভর্তি দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নিলে সকাল ১০টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তিনি জানান, এসময় ধানের গুড়ার বস্তা থেকে ১৮টি কার্টুনে থাকা ফেন্সিডিলি উদ্ধার করা হয়। দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। উদ্ধারকৃত ফেন্সিডিল ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মামলা প্রস্তুতি চলছে।
Wednesday, October 23, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment