সিরাজগঞ্জ প্রতিনিধি: উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পি ও পরিচালক বাপ্পি লাহিড়ীর জন্মভূমি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরোতি ও আসন বরাদ্দের দাবিতে স্থানীয় কয়েক হাজার জনগণ শনিবার সকালে ঘন্টাব্যাপী রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্ক সিটি ট্রেনটি আন্দোলনকারীরা অবরোধ করে রাখেন। এসময় বক্তারা বলেন, এ অঞ্চলের মানুষের চলাচলের সহজ যোগাযোগ মাধ্যম ট্রেন হওয়া সত্বেও ব্রিটিশ শাসনামলে গড়ে উঠা লাহিড়ী মোহনপুর ষ্টেশনে কোন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বা আসন বরাদ্দ নেই। এটা নাগরিক অধিকার পরিপন্থি। তারা দ্রুত দাবীপূরণে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌছে দাবিপূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
Saturday, October 19, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment