সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ী মহল্লায় নীলিমা খাতুন জিমি (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মনিরুল ইসলামের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নীলিমা পাবনা জেলার চাটমোহর উপজেলার থলে গ্রামের জাহেদ আলীর মেয়ে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
বাড়ির মালিক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ১৫ দিন আগে কামরখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম ফুপাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়ে নীলিমাকে রেখে চলে যান। প্রতিদিনের মত সোমবার রাতেও নিজ ঘরে ঘুমাতে যান নীলিমা। পরে সকাল ১১টার দিকে ঘরের দরজা না খোলায় আমরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেই।
সদর থানার দুই নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকালে মনিরুলের ভাড়া বাসায় নীলিমার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
0 comments:
Post a Comment