নিজস্ব সংবাদদাতাঃ
ছবি দেখে কি ভাবছেন ? জামায়ত শিবিবের কাজ ? না সিরাজগঞ্জে এই ঘৃন্য কাজের তীর উঠেছে কতিপয় নামধারী আওয়ামীমনা নেতা-কর্মীর উপর । যমুনা সেতু পার হবার পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় জাতিরজনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা , আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আলহ্বাজ মোহাম্মাদ নাসিম, নাসিমপুত্র এবং সাবেক এমপি তানভীর শাকিল জয় এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনের ছবি সংবলিত পোস্টার , ব্যানার কে বা কারা রাতের আধারে ছিড়ে/কেটে মাটিতে ফেলে রাখে । যার ফলে চরম অবমাননা হয় জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা এবং কতিপয় মানুষের ফেসবুক ওয়াল থেকে পাওয়া একটি ফোনালাপের রেকর্ডিং এর বরাদ দিয়ে জানা যায় আওয়ামীলীগের অন্য একটি গ্রুপ হিংসার বসবর্তী হয়ে এ ন্যাক্কারজনক ঘটনাদি ঘটিয়ে থাকতে পারে । স্থানীয় জনগণ এই ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন ।
0 comments:
Post a Comment