Friday, December 9, 2016

এস.পি.এল টি২০ সেমিফাইনাল সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স

সালমান হক শিবলীঃ
বিগগেম SPL-T20 সেমিফাইনাল,১০ই ডিসেম্বর ২০১৬ সিরাজঞ্জ ক্রিকেটার্ এ্যাসেসিয়েশন কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট । আগামী কাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স ,হবে বাঘ আর সিংহের লড়াই। সেমিফাইনাল খেলাটি শুরু হবে দুপুর ১২.৩০ মিনিটে। টাইগার্স থেকে খেলবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় এবং সিরাজগঞ্জ লায়ন্সে খেলবে জাতিয় দলের ক্রিকটার শামসুর রহমান শুভ এবং সাকলাইন সজিব। মাঠে ধারা বর্ননা করবেন ক্রীড়া ভাস্বকর এলিস বচ্চন।

0 comments:

Post a Comment