এলিস বচ্চনঃ
সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০’র বুধবারের গুরুত্বপুর্ন ম্যাচে সিরাজগঞ্জ টাইর্গার্স কে হারিয়েছে সিরাজগঞ্জ সুপার কিংস। এই হারের মধ্যে দিয়ে থামলো টাইগার্সের জয়ের রথ। আর টানা জয় পেলো সিরাজগঞ্জ সুপার কিংস। গ্রুপ পর্বের ৪ টি খেলায় জয় লাভ করেছে সিরাজগঞ্জ টাইগার্স এবং সিরাজগঞ্জ সুপার কিংস। ফলে ২ দলের পয়েন্ট সমান হলে চলছে রানরেটের হিসাব নিকাশ। এই দুই দলের মধ্যে একদল সরাসরি ফাইনাল খেলবে আরেক দল খেলবে সেমিফাইনাল। দুপুরে টসে জিতে সুপার কিংসের অধিনায়ক শাকিল হায়দার ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সুপার কিং টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় রান করে ১৬২। এর মধ্যে সোহাগ গাজী এবং তৌহিদুল ইসলাম কয়েকটা বড় ছক্কা হাকিয়েছেন। জবাবে টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করে। ১৪রানে পরাজিত হয়। সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৭০ রানের একটি বিশাল ইনিংস উপহার দেন। উভায় দলে জাতীয় দলের সাবেক ৩ ক্রিকেটার খেলেন। লীগ পর্যায়ের শেষ দিকে মাঠে ব্যাপক দর্শক সমাগম হচ্ছে। এই ম্যাচটি ছিলো দারুন উপভোগ্য। টি -২০ ফরমেটে এই ম্যাচটিতে উভায়দলের ব্যাটসম্যানরা ৪এবং ৬ এর বিশাল বিশাল শট খেলেছেন।দর্শক সমাগম এত যে মাঠে নিরাপত্তাদিতে হীমশিম খাচ্ছে কমিটি। ৪, ৬ এবং উইকেট পতনের সাথে সাথে ডিজের মিউজিক আর পটকা ও আতশবাজি ফুটানো। পাশাপাশি দর্শকের উল্লাস। তবে খেলার শেস দিকে এসে মাঠ একদম নিরব হয়ে গিয়েছিলো। অবশেষে ২০ ওভারের শেষ ২ বলে ২টি উইকেট পতনে শেষ হাসি হাসলো সুপার কিংস। আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ লায়ন্স বনাম সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স।
বনাম সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স। গ্লাডিয়েটর্স ইতিমধ্যে ৪ খেলার মধ্যে ৩টি হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আপরদিকে ৪টির মধ্যে ২ টি জয়লাভ করায় সিরাজগঞ্জ লায়ন্সের কাছে আজকের ম্যাচটি অত্যান্ত গুরুত্বপুর্ন। আজকের ম্যাচ জিতলে লায়ন্স চলে যাবে সেমিফাইনালে। আজকে সিরাজগঞ্জ লায়ন্স থেকে খেলবে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সাকলাইন সজিব এবং এই মৌসুমে বিপিএল কাপানো ক্রিকেটার আবু জায়েদ রাহী। টুর্নামেন্ট পর্বের আজ শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তৃতীয় দল হিসেবে কে যাচ্ছে এসপিএলের সেমিতে। ইতিমধ্যে সিরাজগঞ্জ টাইগার্স এবং সুপার কিংস। ১ম এবং ২য় দল হিসেবে পয়েন্ট তালিকায় জায়গা করে নিয়েছে।
0 comments:
Post a Comment