Thursday, December 1, 2016

সিরাজগঞ্জের ঝাঐল ওভারব্রিজ এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত,আগ্নেয় অস্ত্র উদ্ধার


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওইল ফুট ওভারব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুলাল নামে এক ডাকাত নিহত হয়েছেন।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার হাসিবুল ইসলাম জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় একদল ডাকাত বাসে ডাকাতির প্রস্তুতির নেওয়ার সময় বুধবার রাত ১০টার দিকে র‌্যাবের টহল গাড়ি সেখানে যায়,র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাব কে লক্ষ্য করে গুলিছুরে জবাবে র‌্যাবও গুলি চালায়। ১৫ মিনিট বন্দুকযদ্ধের পর অন্য ডাকাতরা পালিয়ে গেলেও গুলিবৃদ্ধ অবস্থায় আহত হয়ে পড়ে থাকে বাহিনীর প্রধান দুলাল । পরে র‌্যাব ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। নিহত দুলাল জেলার বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের আফজালের ছেলে। র‌্যাব ঘটনা স্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি টি বিদেশি পিস্তল,একটি সুটারগান,একটি রামদা এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে কামারখন্দ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 comments:

Post a Comment