Sunday, December 27, 2015

সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর ইকবাল আক্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। 

তিনি বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জে ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। প্রতি পৌরসভায় এক প্লাটুন করে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতি প্লাটুনে ৩০ জন করে বিজিবি সদস্য রয়েছে। রাতেই প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ৩০ জনের একেকটি দল নির্দিষ্ট পৌরসভায় চলে যাবে। 

0 comments:

Post a Comment