Monday, November 16, 2015

সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে র্যাব-১২’র পৃথক অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল ও ১০২ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে এদের গ্রেপ্তারের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো শহরের মিরপুর উত্তরপাড়ার মৃত জুরহান আলী মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (৩৫), এসবি ফজলুল হক রোডস্থ মৃত শামসুজ্জোহার ছেলে মহর আলী (৩৬) ও শাহজাদপুর থানার হাটপাচিল এলাকার আব্বাস উদ্দিনের স্ত্রী রোকিয়া বেগম (৫০)।
সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় সাইদুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও নগদ ৩৫ হাজার টাকা, মহর আলীর কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও নগদ ২৫ হাজার টাকা এবং রোকিয়া বেগমকে ১০২ পিছ ইয়াবাট্যাবলেটসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।

0 comments:

Post a Comment