সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Wednesday, December 30, 2015

সিরাজগঞ্জ পৌরসভায় আ’লীগ জয়ী

সিরাজগঞ্জের সদর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) সৈয়দ আবদুর রউফ মুক্তা বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪০ হাজার ০৮টি। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ) অ্যাডভোকেট মোকাদ্দেস আলী পেয়েছেন ২৪ হাজার ৭১৫ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এই ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।


Tuesday, December 29, 2015

ঘরে বসেই পাওয়া যাবে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য

পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রের নাম নিজেদের মোবাইল ফোনের এসএমএম বার্তায় জানতে পারবেন।

মোবাইল ফোনে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ জন্য ভোটারকে তার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পিসি লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লিখতে হবে। এরপর তা ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ভোটারকে তার ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানিয়ে দেয়া হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাদের এনআইডি নম্বরের আগে জন্মসাল লিখতে হবে।কেবল ভোটের দিনই এ সেবা কার্যকর থাকবে।৩২৩ পৌরসভার মধ্যে একসাথে ২৩৪টিতে ভোটগ্রহণ হচ্ছে।

ঘরে বসেই পাওয়া যাবে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য

পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রের নাম নিজেদের মোবাইল ফোনের এসএমএম বার্তায় জানতে পারবেন।

মোবাইল ফোনে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ জন্য ভোটারকে তার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পিসি লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লিখতে হবে। এরপর তা ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ভোটারকে তার ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানিয়ে দেয়া হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাদের এনআইডি নম্বরের আগে জন্মসাল লিখতে হবে।কেবল ভোটের দিনই এ সেবা কার্যকর থাকবে।৩২৩ পৌরসভার মধ্যে একসাথে ২৩৪টিতে ভোটগ্রহণ হচ্ছে।

শাহজাদপুর থানার ওসি প্রত্যাহার

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে প্রত্যাহার করা হয়েছে। জেলার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তবে কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে বা কী কারণে এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আগামীকাল ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম নির্বাচনে অংশ নেয়া মেয়র পদপ্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে লড়াই করছেন।

Monday, December 28, 2015

আজই পৌঁছে যাচ্ছে বই, উৎসবের অপেক্ষায় সারাদেশ

বছরের প্রথমদিন বই উৎসব উদযাপনের লক্ষ্যে সোমবারের মধ্যেই সারাদেশে বই পৌঁছে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিশু-কিশোরদের হাতে বছরের প্রথমদিন বই তুলে দেয়াকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাশাপশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয় বই আনন্দ উৎসব। এবারও তার ব্যত্যয় ঘটবে না বলে প্রতিদিনকে জানিয়েছেন এনসিটিবরি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র পাল। 

বললেন, ‘সোমবার রাত ১২টার মধ্যেই শতভাগ বই সারাদেশে পৌঁছে দেয়া হবে। অতীত ঐতিহ্য বজায় রেখে ১ জানুয়ারি বই উৎসব উদযাপন করা হবে। বই উৎসব উদযাপনের অপেক্ষায় এখন সারাদেশ।’

তিনি বলেন, ‘প্রাক-প্রাইমারি ও মাধ্যমিকের প্রায় সমস্ত বই ইতিমধ্যে পৌঁছে গেছে। প্রাথমিকের বই নিয়ে যে স্থুল জটিলতা তৈরি হয়েছিল তার সিংহভাগই পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। বাদবাকি বইগুলো আজকের মধ্যেই পৌঁছে যাবে। এ নিয়ে শঙ্কার কিছুই নেই।’

শুরুতে ছাপানো বইয়ের মাননিয়ন্ত্রণ ইস্যুতে দাতা সংস্থা বিশ্বব্যাংকের কালক্ষেপন এবং কর্ণফুলীর ব্যর্থতায় তৈরি হয় নানা জটিলতা। বিশ্বব্যাংকের কারণে যেমন রিজার্ভ ডে রাখা সম্ভব হয়নি তেমনি কর্ণফুলীর অবহেলায় ছাপানো যায়নি সময়মতো লক্ষ্যমাত্রার বই। তাই একরকম অনিশ্চিয়তার ঘোরে আবর্তিত হতে থাকে বই উৎসব। সব অনিশ্চিয়তাকে পেছনে ফেলে এখন সবার মতো বই উৎসবরে অপেক্ষায় এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. মিয়া এনামুল হক সিদ্দিকীও।
সিরাজগঞ্জ প্রতিদিনকে তিনি বলেন, ‘একটি কাজ সঠিকভাবে করতে গেলে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। এটা মেনে নিয়ে কাজ এগিয়ে নিতে হয়। কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে চলে এসেছিল। অবশেষে আমরা সমস্যাগুলোর সমাধান করে মূল কাজটি করতে পেরেছি। এখন আমি আশাবাদী সঠিক সময়ে সবার হাতে হাতে বই পৌঁছে যাবে। সবার মতো আমিও উৎসবের দিকে তাকিয়ে।’
এনসিটিবি সরাসরি উপজেলা পর্যন্ত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের বইগুলো পৌঁছে দেয়। সেখান থেকে উপজেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিনিধির মাধ্যমে বই সংগ্রহ করে। যার পরিবহন খরচও এনসিটিবি বহন করে বলে ড. সিদ্দিকী নিশ্চিত করেছেন।
৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে বই পৌঁছানোর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘২৮ ডিসেম্বর রাতের মধ্যে বই পৌঁছে যাবে। ২৯ তারিখ সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বই নিতে পারবে। এ দিন বই নেয়ার জন্য পুরো সময় পাচ্ছে তারা। ৩০ ডিসেম্বর নির্বাচন হলেও উপজেলা পর্যায়ের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের এবার এর আওতার বাইরে রাখা হয়েছে। যদি একটু ধীরগতিও হয় তাহলে ৩১ তারিখ সারাদিন তো থাকছেই। এ ব্যাপারটা ঘটবে শুধু প্রাথমিকের বইয়ের ক্ষেত্রে। প্রাক-প্রাইমারি ও মাধ্যমিকের বই ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পৌঁছে গেছে। যেখানে যায়নি সেগুলো বই না পৌঁছানোর কারণে না। হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা অনুযায়ী বইগুলো নেবে।’
এবার প্রায় ২৮ কোটি শিক্ষার্থীর জন্য ৩৫ কোটির মতো বই ছাপানোর পরিকল্পনা নিয়েছিল কর্তৃপক্ষা। যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। ৩৫ কোটির মধ্যে প্রায় ২৩ কোটি মাধ্যমিকের, ১১ কোটি প্রাথমিকের এবং ৬৬ লাখ বই প্রাক-প্রাথমিকের জন্য।
এদিকে ৩১ ডিসেম্বর প্রাইমারি-এবতেদায়ি ও জেএসসি-জেডিসির ফলাফল ঘোষণা করা হবে। গণভবনে এ দিনই ছোট ছোট কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত গর্ভনমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এবারের বই উৎসব। এতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন, এসসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারাণ চন্দ্র পালসহ আরো অনেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের বই উৎসব উদযাপন করবে ন্যাশনাল সরাকরি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফজুর রহমান, মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদসহ আরো অনেকেই।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন শিশু-কিশোরদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিয়ে আসছে সরকার। 

Sunday, December 27, 2015

সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর ইকবাল আক্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। 

তিনি বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জে ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। প্রতি পৌরসভায় এক প্লাটুন করে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতি প্লাটুনে ৩০ জন করে বিজিবি সদস্য রয়েছে। রাতেই প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ৩০ জনের একেকটি দল নির্দিষ্ট পৌরসভায় চলে যাবে। 

Monday, November 16, 2015

সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে র্যাব-১২’র পৃথক অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল ও ১০২ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে এদের গ্রেপ্তারের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো শহরের মিরপুর উত্তরপাড়ার মৃত জুরহান আলী মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (৩৫), এসবি ফজলুল হক রোডস্থ মৃত শামসুজ্জোহার ছেলে মহর আলী (৩৬) ও শাহজাদপুর থানার হাটপাচিল এলাকার আব্বাস উদ্দিনের স্ত্রী রোকিয়া বেগম (৫০)।
সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় সাইদুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও নগদ ৩৫ হাজার টাকা, মহর আলীর কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও নগদ ২৫ হাজার টাকা এবং রোকিয়া বেগমকে ১০২ পিছ ইয়াবাট্যাবলেটসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।

Tuesday, November 3, 2015

সিগারেট ছাড়লে কত বড়লোক হতেন নিজেই অঙ্ক দেখে নিন

ওয়েব ডেস্ক: আপনি কি ধূমপান করেন?অনেকদিন ধরে করছেন? আপনার প্রিয়জনরা অনেকদিন ধরে মানা করছেন? বলছেন, ''প্লিজ আর খেয়ো না। অনেক তো হল।'' এসব শুনে আপনারও কি কখনও কখনও মনে হয়েছে, না অনেক হল। এবার সত্যিই ছাড়া দরকার এই সিগারেট। কিন্তু আপনি ভাবলেই, সে আপনাকে ছাড়তে দিলে তো! কয়েকদিন বাপের বাড়ি যাওয়ার মতো করে গিয়ে, ফের উঠে পড়ছে, আপন অধিকারে ঠোঁটের ডগায়। অনেক বিরহ সয়ে আপনিও বুক ভরে তার গরম ওমের স্পর্ষ নিচ্ছেন? সত্যিই কি সিগারেট ছাড়তে চান? তাহলে এবার সিদ্ধান্তটা নিয়েই ফেলুন। এ বিষয়ে আপনাকে হেল্প করবে টাকা। কথায় বলে না, "না, বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া।" টাকা দিয়েই ভাবুন। আপনি ঠিক ছাড়তে পারবেন, এতদিনের ক্ষতিকারক সঙ্গীকে। কেমন হিসেব করবেন?
ধরে নিন, আপনি রোজ এক প্যাকেট সিগারেট খান। তার দাম ওই ৫০ টাকা মতো। তাহলে আপনার মাসে খরচ হয়, ১৫০০ টাকা তাহলে আপনার বছরে শুধু সিগারেটের জন্য খরচ হয় ১৮ হাজার টাকা। তার মানে ১০ বছরে আপনার খরচ, ১ লক্ষ ৮০ হাজার টাকা। ধরে নিন আপনি ৭০ বছর বয়স পর্যন্ত বাঁচলেন। আর এই সিগারেট খাওয়া আপনি ধরে ছিলেন ২০ বছর বয়সে। তাহলে জীবনের ৫০ বছর শুধু সিগারেট খেয়ে আপনি খরচ করলেন, ৯ লক্ষ টাকা! ক্ষতিকর, বুক জ্বালানো, ধোঁয়ার জন্য খরচ ৯ লক্ষ টাকা! একটু বেশি হয়ে গেল না? এবার আপনার কত সিগারেট খাওয়া হয় রোজ, সেই হিসেবে মোট খরচের হিসেব ধরুন। এরপর নিজেই ভাবুন, ''বাপ, ভাইয়া, এমনকি টাকার থেকেও আপনার কাছে বেশি মূল্যবান নাকি সিগারেট!'' ভাল করে ভেবে সিদ্ধান্তটা এবার নিয়েই ফেলুন। পারবেন। আপনি, ঠিক পারবেন।

Saturday, October 17, 2015

শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর। ১৯৬৪ সালের এইদিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি শেখ রাসেল। সপরিবারে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ১৮ অক্টোবর সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এছাড়া আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কোরানখানি এবং বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গৃহীত কর্মসূচি যথাযোগ্যভাবে উদযাপনের জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Thursday, October 15, 2015

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদি থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলীপি প্রদান

করতোয়া নদি থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে শাহজাদপুর সদর উপজেলার রতনকান্দি, উত্তরপাড়া ও দক্ষিনপাড়া এলাকাবাসী একটি বিশাল মৌন মিছিল বেড় করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে গিয়ে থামে।পরে এলাকাবাসীর পক্ষে অরুপ গজনবী উপজেলা নির্বাহী অফিসারের
নিকট জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে মিছিলকারীরা স্থান ত্যাগ করে। উলেখ্য যে, দীর্ঘদিন যাবত কিছু প্রভাবশালী ব্যক্তি করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে।

শাহজাদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ ভাই আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দরগাপাড়া মহল্লা থেকে ৩২০০ পিস ইয়াবাসহ তিন ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ভাইয়েরা হলেন- উপজেলার পৌর এলাকার দরগাপাড়া মহল্লার গোলাম আজমের ছেলে টিপু সুলতান (৩০), নাছিম (৩৫) ও নাজমুল (৪০)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহল্লার গোলাম আজমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের বসতঘর থেকে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গোলাম আজমের তিন ছেলেকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি।

Wednesday, October 14, 2015

বাংলাদেশে কোন আইএস জঙ্গি নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে কোন আইএস জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে সিরাজগঞ্জে অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের দুটি স্থানে দুজন বিদেশি হত্যার পর যারা আইএস সদস্য হিসাবে দাবি করে ইন্টারনেটে বিবৃতি দিয়েছে। তারা বিদেশে নয়, দেশের মধ্যেই অবস্থান করছে বলে ইতোমধ্যেই তথ্য পাওয়া গেছে। বিদেশিদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করার পরই বিষয়টির প্রকৃত রহস্য উন্মোচিত হবে।
এ সময় মোহাম্মদ নাসিম জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসা ক্ষেত্রে বৈল্পবিক পরিবর্তন এনেছে দাবি করে বলেন, এক সাথে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। পাশাপাশি একই দিনে দেশে ৬টি মেডিক্যাল কলেজের অনুমোদনও বিরল। এ সময় তিনি বর্তমান যুগকে নারীর ক্ষমতায়নের যুগ হিসাবে উল্লেখ করে চিকিৎসা পেশায় নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে মেডিক্যাল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সাদা পোশাক মহৎ কাজের নির্দশন। চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এ পেশায় ভুল করলে রোগীর মৃত্যু হতে পারে। তাই চিকিৎসক ও নার্সদের ফাঁকিবাজির কোন সুযোগ নেই। সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ফাঁকিবাজদের কোন খাতির করা চলবে না।

Tuesday, October 13, 2015

উল্লাপাড়ায় আটক ৩ জেএমবি সদস্য রিমান্ডে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৩ সদস্যের নামে দায়ের হওয়া মামলা সিরাজগঞ্জ ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সোমবার বিকেলে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে পুলিশের পদস্থ কর্মকর্তার নির্দেশে অধিকতর তদন্তের স্বার্থে মঙ্গলবার মামলাটি সিরাজগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এসব তথ্য জানান।
রিমান্ডে থাকা আসামিরা হলো উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের দুই ছেলে ওমর আলী আকন্দ (২৮), ইদ্রিস আলী আকন্দ (৩০) ও সিরাজগঞ্জ সদরের শাহান গাছা এলাকার বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবু (১৯)।
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। রাতে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

দেশে ১ কোটি ৭০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করে

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে দ্রুত গতিতে বাড়ছে। ৫ কোটি ইন্টারনেট গ্রাহকের মধ্যে শুধু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ।
বাংলাদেশে ফেসবুকে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা ১৭ শতাংশ এবং ১৮ থেকে ২২ বছর বয়সীদের হার ৪২ শতাংশ। শনিবার বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত সামাজিক যোগাযোগের মাধ্যম, অনলাইনে শিশুদের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্ববোধ-বিষয়ক দুই পর্বের সেমিনারে এ তথ্য পাওয়া গেছে। দ্য ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের ঢাকা শাখার উদ্যোগে ‘এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম ২০১৫’ শীর্ষক আয়োজনে অনুষ্ঠিত হয় এ দুটি সেমিনার।গত বছর ৩১ মার্চ পর্যন্ত দেশে ফেসবুক ব্যবহারকারী ছিল ৭০ লাখ। এর মধ্যে ৫৬ লাখ অর্থাৎ প্রায় ৮০% পুরুষ।
২১৩টি ফেসবুক ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৬। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার পরে ভারতের অবস্থান। তবে শতাংশের হিসাবে দক্ষিণ এশিয়ায় মালদ্বীপে সবচেয়ে বেশি সংখ্যক ফেসবুক ব্যবহার হয়। এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২১ সেপ্টেম্বর হওয়া ডিজিটাল উন্নয়নের জন্য জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের সভায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ২০১৫ সালের বিশ্ব ব্রডব্যান্ড পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশ মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়েছে। বাংলাদেশে সক্রিয় মোবাইল ব্রডব্যান্ড সাবসক্রাইবার প্রতি ১০০ জনে ৬ দশমিক ৪। সে হিসেবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯। সেখানে ভারতের অবস্থান ১৫৫ এবং পাকিস্তানের অবস্থান ১৫৬। এদিকে বাংলাদেশে ফেসবুকের ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে ফেসবুক কর্তৃপক্ষ এ দেশে আঞ্চলিক অফিস করার কথা জানিয়েছিল। গত বছর ১৭ মে ফেসবুকের সদর দফতর পরিদর্শন শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুক পরিচালকদের বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানিয়ে এসেছেন। পরিদর্শন শেষে ফেসবুকের হেড অব পলিসি প্রোগাম লিসা ফস্টার ও ফেসবুকের উর্ধ্বতন কর্মকর্তারাদের সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে বাংলা ভাষায় ফেসবুক, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপন ও স্থানীয়ভাবে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করে দেশের তরুণ প্রজন্মের জন্য জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক-এ শিক্ষা সহায়ক টুলস প্রচলনের আহ্বান জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ওই বৈঠকে পলক বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাবে।

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলো, উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্যগাড়ী গ্রামের নবাব আলী (৭৫), আমিরুল ইসলাম (৪৮), জহির উদ্দিন (৮০) ও মোতালেব সাহ (৪০)।
সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০০৬ সালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের ওপরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রঞ্জু বাদী হয়ে ১৬জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানী শেষে বুধবার ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়াও আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকী ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।