সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরে ভিজিডির ৭০ টন চালসহ একজনকে আটকের পর মামলা হয়েছে।
আটক আব্দুর রাজ্জাক বেলকুচি উপজেলার নিশিবয়ড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকন্দ মো. ফয়সাল বলেন, “রাজ্জাক দীর্ঘদিন ধরে অসাধু জনপ্রতিনিধিদের কাছ থেকে ভিজিডিসহ সরকারি বিভিন্ন প্রকল্পের চাল-গম গোপনে কেনাবেচা করে আসছিলেন।
“বুধবার সকালে শহরের মিরপুর এলাকায় আব্দুর রাজ্জাক ট্রেডার্সের গোডাউনে র্যাব ১২-এর একটি দল সাথে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আর সেখান থেকে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া বস্তায় থাকা ৭০ টন সরকারি চাল জব্দ করা হয়েছে।”
এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
0 comments:
Post a Comment