Sunday, September 17, 2017

সিরাজগঞ্জে ৭ ইউনিটে ছাত্রলীগের কমিটি স্থগিত

জেলা প্রতিনিধিঃ
ভোটার সংশোধনী না থাকা, সাংগঠনিক সমন্বয়হীনতা, আওয়ামী লীগের দু'গ্রুপের বিদ্যমান দ্বন্দ্ব সমঝোতা না হওয়া ও স্থানীয় সাংসদের মনগড়া কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে সিরাজগঞ্জে ছাত্রলীগের ৭টি ইউনিট কমিটি স্থগিত করা হয়েছে।

শনিবার দিনব্যাপী সম্মেলন শেষ হলেও সংঘাতের সম্ভাবনা থাকায় কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সন্ধ্যায় ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সিরাজগঞ্জ সার্কিট হাউস সভা কক্ষে মত বিনিময় হয়। দীর্ঘ ৩ ঘণ্টায় কোনো সমাধান না হওয়ায় রাত ১০টায় সভাকক্ষ থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এর আগে শনিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ও হাজী কোরপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিন সিরাজগঞ্জ পৌর, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ সরকারি কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি ম্যাটস শাখা ছাত্রলীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়।

কামারখন্দ উপজেলা ছাত্রলীগসহ ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, স্থানীয় সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না ঢাকায় বসে মনগড়া কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ায় ৭টি ইউনিটের কমিটি গঠন স্থগিত ঘোষণা করা হয়েছে। কারণ সে প্রভাব খাটিয়ে ৭টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক তার মনোনীত ছাত্রকে বানাতে চান। যা কখনোই সম্ভব নয়। এ জন্য কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলে কমিটি গঠনকল্পে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত সরকার জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক সমাঝোতা না হওয়ায় কমিটি গঠন সম্ভব হয়নি। এ সংকট আসলে কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তরুণ নেতৃত্ব বাধাগ্রস্ত হচ্ছে। সংকট উত্তরণে সিনিয়র নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সমাধান করা উচিত। তাহলে ইউনিট ছাত্রলীগগুলো আরো শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক জানান, উভয় পক্ষে সমঝোতা না হওয়ায় ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন সম্ভব হয়নি। খুব শিগগিরই সমঝোতার ভিত্তিতেই কমিটি গঠন করা হবে।

0 comments:

Post a Comment