সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Saturday, December 31, 2016

অতীতে যারা রাজনীতির নামে লুটপাট করেছে তাদের জনগনই আস্তাকুরে নিক্ষেপ করেছে - মোহাম্মদ নাসিম

কাজীপুর প্রতিনিধিঃ
সুখে দুঃখে বাংলার জনগণের সাথে বর্তমান সরকার আছে উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- আওয়ামীলীগ জনগনের সরকার । প্রাকৃতিক যে কোন দূর্যোগের সময় বর্তমান সরকার জনগনের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে । অতীতে যারা রাজনীতির নামে লুটপাট করেছে তাদের জনগনই আস্তাকুরে নিক্ষেপ করেছে । নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমান হয়েছে এদেশের জনগন উন্নয়নের পক্ষে আছে । সন্ত্রাস ঘুষ দুর্নীতি লুটপাটের রাজনীতি প্রত্যাখান করেছে । কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের শীতার্ত মানুষের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কম্বল বিতরনকলে তিনি এসব কথা বলেছেন। এর আগে
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আলমপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী মর্তুজ তালুকদারের কবর জিয়ারত করেন । কাজিপুর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ কালে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ,দানিউল হক দানী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান উপস্থিত ছিলেন ।

Wednesday, December 14, 2016

সিরাজগঞ্জ মুক্ত দিবস আজ


সিরাজগঞ্জ প্রতিনিধি:
১৪ ডিসেম্বর ভোরে শহরের ওয়াপদা অফিসে পাকবাহিনীর মূল ক্যাম্প দখলে নেন মুক্তিযোদ্ধারা। ওইদিন কওমী জুটমিল, মহকুমা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থানে উড়িয়ে দেয়া হয় জাতীয় পতাকা। সম্পূর্ণরুপে পাকহানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ মুক্ত হবার পর মহুকুমা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় ইসমাইল হোসেনকে (বর্তমানে আমেরিকা প্রবাসী) এবং মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জে সর্বাধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মরহুম আমির হোসেন ভুলুকে।
৭১ সালের এপ্রিল মাসে পাকহানাদার বাহিনী সিরাজগঞ্জ শহরে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ক্যাম্প স্থাপন করেই নানা রকম নির্যাতন, জুলুম, ধর্ষণ ও অগ্নিসংযোগে ধ্বংসস্তুপে পরিণত করে সমগ্র শহর। নিষ্ঠুর ও জঘন্য পৈশাচিকতা ছড়িয়ে পড়ে শহরতলীসহ গ্রামীণ জনপদেও।
১৭ জুন’৭১ সিরাজগঞ্জের বেসরকারি সাবসেক্টর পলাশডাঙ্গা যুবশিবিরের নেতৃত্বে কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে প্রথম সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। এর পর থেকে বাঘাবাড়ি, নওগাঁ, বরইতলী, বাগবাটি, ঘাটিনার ব্রিজ, ছোনগাছা, ভাটপিয়ারী, শৈলাবাড়ী, ব্রহ্মগাছা, ঝাঐলসহ বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। নিহত হয় সহস্রাধিক পাক হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর এবং আলশাম্স বাহিনী।
গাজী জহরুল ইসলাম ও আব্দুল আজিজ সরকার পরিবর্তন ডটকমকে বলেন, ৭১’র ৯ ডিসেম্বর সিরাজগঞ্জ শহরকে হানাদারমুক্ত করার লক্ষ্যে আক্রমণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমেই সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শৈলাবাড়ী পাক বাহিনীর ক্যাম্প দখলের চেষ্টা করেন তারা। প্রচণ্ড যুদ্ধে ওইদিন শহীদ হন সাহসী মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ। পাকবাহিনীর অত্যাধুনিক অস্ত্রের সাথে টিকে থাকতে না পেরে পিছু হটেন মুক্তিযোদ্ধারা। ক্লান্ত মুক্তিযোদ্ধারা, ১০ ডিসেম্বর বিশ্রাম নেন তারা। ১১ ও ১২ ডিসেম্বর দফায় দফায় আক্রমণ চালিয়ে ছিলেন মুক্তিযোদ্ধারা। ১৩ ডিসেম্বর থেকেই হাজার হাজার মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ শহরকে হানাদার মুক্ত করার জন্য মরিয়া হয়ে ওঠে। তিনদিক থেকে আক্রমণের সিদ্ধান্ত নেয়া হয়। মোজাম্মেল হক ও ইসহাক আলীর নেতৃত্বে পূর্ব দিক থেকে, সোহরাব আলী ও লুৎফর রহমান দুদুর নেতৃত্বে পশ্চিম দিক থেকে, আমির হোসেন ভুলু ও জহুরুল ইসলামের নেতৃত্বে উত্তর দিক থেকে আক্রমণ করে। এছাড়াও দক্ষিণ দিক থেকে ইসমাইল হোসেন ও আব্দুল আজিজের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ব্যুহ গড়ে তোলেন। ওইদিন রাত তিনটা পর্যন্ত প্রচণ্ড যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা কায়দায় সাঁড়াশি আক্রমণে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী ট্রেনযোগে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায়।
সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি জানান, ৯, ১১, ১২ ও ১৩ ডিসেম্বর চারদিনব্যাপী যুদ্ধ চলে। এ যুদ্ধে শহীদ হন ইঞ্জিনিয়ার আহসান হাবিব কালু, সুলতান মাহমুদসহ ৬জন বীর মুক্তিযোদ্ধা।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।

Tuesday, December 13, 2016

সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ টাইগার্স।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ক্রিকেটার এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সুপার কিংস কে ৫১ রানে হারিয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। এর আগে সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগার্স অধিনায়ক মিলন। ইনিংস এর শুরুতেই ব্যাটিং বির্পজয়ে পরে দলটি।
দলীয় ১২ রানের মাথায় ৭ রান আউট হয়ে সাজ ঘড়ে ফিরে যায় দলীয় অধিনায়ক মিলন। ২০ রানের মাথায় মেহেদী আউট হয়ে গেলে খেলতে নামে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। জাতীয় দলের ২ খেলোয়ার মোহাম্মদ আশরাফুল এবং নাসির হোসেন ঠান্ডা মাথায় খেলে ফলে কিছুটা ব্যাটিং বির্পজয় কাটিয়ে উঠে দলটি। ৪৪ বলে ৩২ রান করে মাঠ ছারে নাসির হোসেন ততক্ষনে দলীয় রান ৭৯। এর পরে রকির ঝড়ো ব্যাটিং এ ৮ বলে ২২ রান করায় দলের রান কিছুটা গতি পায়।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২রান করে। জবাবে ১৩৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামে সুপার কিংস । শুরুটা ভালো হল্ওে দলীয় ২৩ রানের সময় দলীয় অধিনায়ক শাকিল হায়দার ১২ রান করে আউট হয়ে যায়। এর পরে তেীাহদুল ইসলাম ১ রান এবং সোহাগ গাজী ১ রান করে আউট হয়ে গেলে আর লড়াই এ ফিরতে পারেনি সুপার কিংস। ১৭ ওভার ১ বল খেলে ১০ উইকেটে ৮১ রানে অল আউট হয়ে যায় সুপার কিংস। ফলে ৫১ রানে সিরোপা অর্জন করলো টাইগার্স। টুর্নামেন্টে প্রথম ১০ উইকেটের পতন হলো সেই সর্বনি¤œ দলীয় রান হলো ৮১।
ফাইনাল খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছিলো। গ্যালারী এবং মাঠে পা রাখার যায়গা ছিলো না। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিলো অতিরিক্ত পুলিশ। খেলা শেষে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি,অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী,মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা। ফাইনাল খেলায় ৪৩ রান এবং ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টের ফেয়ার প্লের পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ স্টার দল।
সেরা ব্যাটস ম্যান হয়েছে সিরাজগঞ্জ টাইগার্সের মোহাম্মদ আশরাফুল,সেরা বোলার সিরাজগঞ্জ লায়ন্সের পারভেজ,উদীয়মান তরুন খেলোয়ারের পুরস্কার পেয়েছে সুপার কিংসের মিল্টন। টুর্নামেন্ট সেরা পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ স্টারের অধিনায়ক মনিরুজ্জামান লিটন। ফাইনাল খেলায় দর্শকদের বিনোদন দেবার জন্য ছিলো সাদাত মোস্তফার নেতৃত্বে টিম র্যাকলেসের সাইকেল স্ট্যান্ট শো এবং ডিজে এলিনের পাশাপাশি বিপিএল এর অফিয়াল ডিজে জকি ডিজে পরীর ডিজে শো। উপস্থিত দর্শক একটি জাতীয় মানের খেলা উপভোগ করেছে।

Sunday, December 11, 2016

রেলমন্ত্রীর স্ত্রী’র জন্য এক ট্রাক মিষ্টি পাঠাবেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সালমান হক শিবলীঃ
রেল মন্ত্রী মুজিবুল হকের স্ত্রী’র জন্য এক ট্রাক মিষ্টি পাঠাবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর কমলাপুর স্টেশনে ভারত থেকে আমদানি করা নতুন কোচ দিয়ে ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হকের মিষ্টির দাবির প্রেক্ষিতে মোহাম্মদ নাসিম একথা বলেছেন।
রেলমন্ত্রী তার বক্তৃতায় সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামসহ মঞ্চে উপবিষ্ট সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “২০১৩ সালে সিরাজগঞ্জের জন্য ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালু করেছি, আজ সেটিতে নতুন বগি যোগ হলো। যমুনা রেলসেতু নির্মিত হচ্ছে, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনও চালু হবে। সব কিছুই আপনাদের সিরাজগঞ্জের জনগণের সুবিধার জন্য হচ্ছে।” এ সময় তিনি রসিকতা করে সিরাজগঞ্জের মন্ত্রী-এমপিদের কাছে মিষ্টি দাবি করেন। জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম রেল মন্ত্রীর স্ত্রী’র জন্য এক ট্রাক মিষ্টি পাঠানোর ঘোষণা দেন।
রেলমন্ত্রীর উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিয়ে করার পর অনেকেই আপনাকে ফুল দিয়েছে, আমি কিছুই দিতে পারিনি।আপনি আমাদের কাছে মিষ্টি চেয়েছেন।কত মিষ্টি চাই আপনার? সিরাজগঞ্জে যত মিষ্টি আছে, আপনার বধুর জন্য এক ট্রাক মিষ্টি পাঠাবো ইনশাআল্লাহ। এই মিষ্টি (স্থানীয় তিন এমপি) মুন্না, মিলন ও তানভির ইমাম পাঠাবে।’ মঞ্চে এ সময় সিরাজগঞ্জ-২ সদর আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি গাজী আমজাদ হোসেন মিলন ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি তানভীর ইমাম উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যে অনুষ্ঠানে হাস্যরস সৃষ্টি হয়। সবাই করতালি দিয়ে তার এই বক্তব্যকে সমর্থন জানান। স্বাস্থ্যমন্ত্রী এ সময় রেলমন্ত্রী হিসেবে মুজিবুল হকের যোগ্যতা ও সততারও প্রশংসা করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র সংসদ সদস্য সেলিনা বেগম, রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী রফিকুল ইসলাম, রেল শ্রমিক লীগ সভাপতি হুমায়ন কবির বক্তব্য রাখেন।

Saturday, December 10, 2016

সিরাজগঞ্জ লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ টাইগার্স।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শুরু হয়েছে এসপিএল (সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উন্মাদনা।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এসপিএল টি-টোয়েন্টির সেমিফাইনালে সিরাজগঞ্জ লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সিরাজগঞ্জ টাইগার্স।
টসে জিতে ব্যাট করতে নামা সিরাজগঞ্জ লায়ন্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মারুফ ৫৬ বলে ৪৬ রান করলেও বাকিদের মধ্যে অধিনায়ক জিয়া (১০) ছাড়া আর কেউ ২ অঙ্কে পৌঁছাতে পারেননি।
সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয় ও মিলন দু’টি করে উইকেট লাভ করেন।
১০৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন মোহাম্মদ আশরাফুল ও মিলন। প্রথম উইকেট জুটিতে তারা করেন ২৬ রান। ৯ রান করে জাতীয় দলের ক্রিকেটার সাইকলাইন সজীবের বলে আউট হওয়ার পর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। তবে, রানের চাকাও চলে সমান তালে। ১৭.৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে জয়লাভ করেন টাইগার্স দল।
এনামুল হক বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ২১ রান করে করেন। শেষ মুহূর্তে মারমুখী ব্যাটিং করে সিরাজগঞ্জ টাইগার্সের বিজয় নিশ্চিত করেন রকি। লায়ন্সের পক্ষে সাকলাইন সজীব ও এসআর শুভ দু’টি করে উইকেট লাভ করেন।
সোমবার (১৩ ডিসেম্বর) ফাইনালে সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সুপার কিংসের বিরুদ্ধে লড়বে সিরাজগঞ্জ টাইগার্স।

Friday, December 9, 2016

এস.পি.এল টি২০ সেমিফাইনাল সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স

সালমান হক শিবলীঃ
বিগগেম SPL-T20 সেমিফাইনাল,১০ই ডিসেম্বর ২০১৬ সিরাজঞ্জ ক্রিকেটার্ এ্যাসেসিয়েশন কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট । আগামী কাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ লায়ন্স ,হবে বাঘ আর সিংহের লড়াই। সেমিফাইনাল খেলাটি শুরু হবে দুপুর ১২.৩০ মিনিটে। টাইগার্স থেকে খেলবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় এবং সিরাজগঞ্জ লায়ন্সে খেলবে জাতিয় দলের ক্রিকটার শামসুর রহমান শুভ এবং সাকলাইন সজিব। মাঠে ধারা বর্ননা করবেন ক্রীড়া ভাস্বকর এলিস বচ্চন।

Thursday, December 8, 2016

সিরাজগঞ্জ টাইর্গার্স কে হারিয়েছে জয়ের রথ থামিয়ে দিলো সিরাজগঞ্জ সুপার কিংস্।

এলিস বচ্চনঃ
সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০’র বুধবারের গুরুত্বপুর্ন ম্যাচে সিরাজগঞ্জ টাইর্গার্স কে হারিয়েছে সিরাজগঞ্জ সুপার কিংস। এই হারের মধ্যে দিয়ে থামলো টাইগার্সের জয়ের রথ। আর টানা জয় পেলো সিরাজগঞ্জ সুপার কিংস। গ্রুপ পর্বের ৪ টি খেলায় জয় লাভ করেছে সিরাজগঞ্জ টাইগার্স এবং সিরাজগঞ্জ সুপার কিংস। ফলে ২ দলের পয়েন্ট সমান হলে চলছে রানরেটের হিসাব নিকাশ। এই দুই দলের মধ্যে একদল সরাসরি ফাইনাল খেলবে আরেক দল খেলবে সেমিফাইনাল। দুপুরে টসে জিতে সুপার কিংসের অধিনায়ক শাকিল হায়দার ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সুপার কিং টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় রান করে ১৬২। এর মধ্যে সোহাগ গাজী এবং তৌহিদুল ইসলাম কয়েকটা বড় ছক্কা হাকিয়েছেন। জবাবে টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করে। ১৪রানে পরাজিত হয়। সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৭০ রানের একটি বিশাল ইনিংস উপহার দেন। উভায় দলে জাতীয় দলের সাবেক ৩ ক্রিকেটার খেলেন। লীগ পর্যায়ের শেষ দিকে মাঠে ব্যাপক দর্শক সমাগম হচ্ছে। এই ম্যাচটি ছিলো দারুন উপভোগ্য। টি -২০ ফরমেটে এই ম্যাচটিতে উভায়দলের ব্যাটসম্যানরা ৪এবং ৬ এর বিশাল বিশাল শট খেলেছেন।দর্শক সমাগম এত যে মাঠে নিরাপত্তাদিতে হীমশিম খাচ্ছে কমিটি। ৪, ৬ এবং উইকেট পতনের সাথে সাথে ডিজের মিউজিক আর পটকা ও আতশবাজি ফুটানো। পাশাপাশি দর্শকের উল্লাস। তবে খেলার শেস দিকে এসে মাঠ একদম নিরব হয়ে গিয়েছিলো। অবশেষে ২০ ওভারের শেষ ২ বলে ২টি উইকেট পতনে শেষ হাসি হাসলো সুপার কিংস। আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ লায়ন্স বনাম সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স।
বনাম সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স। গ্লাডিয়েটর্স ইতিমধ্যে ৪ খেলার মধ্যে ৩টি হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আপরদিকে ৪টির মধ্যে ২ টি জয়লাভ করায় সিরাজগঞ্জ লায়ন্সের কাছে আজকের ম্যাচটি অত্যান্ত গুরুত্বপুর্ন। আজকের ম্যাচ জিতলে লায়ন্স চলে যাবে সেমিফাইনালে। আজকে সিরাজগঞ্জ লায়ন্স থেকে খেলবে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সাকলাইন সজিব এবং এই মৌসুমে বিপিএল কাপানো ক্রিকেটার আবু জায়েদ রাহী। টুর্নামেন্ট পর্বের আজ শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে তৃতীয় দল হিসেবে কে যাচ্ছে এসপিএলের সেমিতে। ইতিমধ্যে সিরাজগঞ্জ টাইগার্স এবং সুপার কিংস। ১ম এবং ২য় দল হিসেবে পয়েন্ট তালিকায় জায়গা করে নিয়েছে।

Thursday, December 1, 2016

সিরাজগঞ্জের ঝাঐল ওভারব্রিজ এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত,আগ্নেয় অস্ত্র উদ্ধার


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওইল ফুট ওভারব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুলাল নামে এক ডাকাত নিহত হয়েছেন।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার হাসিবুল ইসলাম জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় একদল ডাকাত বাসে ডাকাতির প্রস্তুতির নেওয়ার সময় বুধবার রাত ১০টার দিকে র‌্যাবের টহল গাড়ি সেখানে যায়,র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাব কে লক্ষ্য করে গুলিছুরে জবাবে র‌্যাবও গুলি চালায়। ১৫ মিনিট বন্দুকযদ্ধের পর অন্য ডাকাতরা পালিয়ে গেলেও গুলিবৃদ্ধ অবস্থায় আহত হয়ে পড়ে থাকে বাহিনীর প্রধান দুলাল । পরে র‌্যাব ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। নিহত দুলাল জেলার বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের আফজালের ছেলে। র‌্যাব ঘটনা স্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি টি বিদেশি পিস্তল,একটি সুটারগান,একটি রামদা এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে কামারখন্দ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।