Tuesday, April 26, 2016

অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন না করে দেশের গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, জঙ্গি দমন করেছেন, আলোকিত বাংলাদেশ গড়ে তুলেছেন।
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে এবং উন্নয়নের গতি সৃষ্টি হয়েছে। যারা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তারা মানুষের কল্যাণ চায় না, ধ্বংস চায়। বাংলার মাটিতে তাদের স্থান হবে না। পরে তিনি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৭টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. শহীদ মো. সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment