Saturday, March 12, 2016

রায়গঞ্জে মূল ফ্যাক্টর বিদ্রোহীরা

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন বলে স্থানীয় ভোটাররা মনে করছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় নৌকা ও ধানের শীষের তুলনায় স্বতন্ত্র প্রার্থীরাই প্রচারণায় এগিয়ে। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নিজেদের বিজয় অনেকটা নিশ্চিত মনে করে ফুরফুরে মেজাজে রয়েছেন। অপরদিকে, বিজয় ছিনিয়ে নেয়ার আশঙ্কায় বিএনপি মনোনীত প্রার্থীরা মামলা ও গ্রেপ্তারের ভয় নিয়ে ঢিমেতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম ধাপে রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১১৭টি পদের বিপরীতে ৫০৯ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৪ ও ৩৬৫ জন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে প্রধান দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা নিম্নরূপ-
ধামাইনগর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাইসুল হাসান সুমন (আওয়ামী লীগের প্রার্থী), গোলাম রব্বানী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), ইমতিয়াজ মাহমুদ খোকন (বিএনপি প্রার্থী) ও মোখলেছার রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী)।
সোনাখাড়া ইউপিতে ভোটযুদ্ধে নেমেছেন আবু হেনা মোহাম্মাদ মোস্তফা কামাল (আওয়ামী লীগ প্রার্থী), শহিদুল ইসলাম সরকার (আওয়ামী লীগের বিদ্রোহী), রণজিত কুমার মাহাতো (আওয়ামী লীগে বিদ্রোহী), টি এম আব্দুল মজিদ (আওয়ামী লীগের বিদ্রোহী), আব্দুল কুদ্দুস মন্ডল (বিএনপি প্রার্থী) ও আব্দুল কুদ্দুস শেখ (স্বতন্ত্র)।
ধুবিল ইউপিতে প্রার্থী হয়েছেন আব্দুল করিম সরকার ভোলা (আওয়ামী লীগ প্রার্থী), আব্দুল করিম রেজা (আওয়ামী লীগের বিদ্রোহী), হাসান ইমাম তালুকদার (বিএনপির প্রার্থী) ও আবুল হাশেম (বিএনপির বিদ্রোহী)।
ঘুড়কা ইউনিয়নে ভোটযুদ্ধে নেমেছেন জিল্লুর রহমান সরকার (আওয়ামী লীগের প্রার্থী), সিরাজুল ইসলাম তালুকদার (আওয়ামী লীগের বিদ্রোহী), আবু সাইদ ভুঁইয়া (বিএনপির প্রার্থী), শহীদ হাসান ভুঁইয়া (বিএনপির বিদ্রোহী) ও মো. ওসমান গণি (স্বতন্ত্র প্রার্থী)।
চান্দাইকোনা ইউনিয়নে রয়েছেন আলহাজ আব্দুল হান্নান খান (আওয়ামী লীগ প্রার্থী), আবু হানিফ খান (আওয়ামী লীগের বিদ্রোহী) ও খন্দকার শামিমুল হাসান (বিএনপির প্রার্থী)।
ধানগড়া ইউনিয়নে প্রার্থী হয়েছেন মীর ওবায়দুল ইসলাম মাসুম (আওয়ামী লীগ মনোনীত), মো. শামছুল ইসলাম (বিএনপি মনোনীত), এস এম সরওয়ার্দী (জাতীয় পার্টি মনোনীত প্রার্থী), রুহুল আমিন জিহাদী (জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী)।
নলকা ই্উনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু বকর সিদ্দিক (আওয়ামী লীগের প্রার্থী), আব্দুল গফুর (বিএনপির প্রার্থী), আজাদুর রহমান তালুকদার (বিএনপির বিদ্রোহী), মোহাম্মাদ আব্দুল জাব্বার (স্বতন্ত্র), তারিকুল ইসলাম (জামায়াত সমর্থিত স্বতন্ত্র)।
পাঙ্গাসী ইউনিয়নের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম (আওয়ামী লীগের প্রার্থী), মজিবর রহমান মল্লিক, আলমগীর কবির খান (আওয়ামী লীগের বিদ্রোহী) ও সালাউদ্দিন সেখ (জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী)।
ব্রহ্মগাছা ইউনিয়নের প্রার্থী গোলাম ছরওয়ার লিটন (আওয়ামী লীগ প্রার্থী), বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ নাজির (আওয়ামী লীগের বিদ্রোহী), আবুল কালাম (বিএনপির প্রার্থী), আনিছুর রহমান (বিএনপির বিদ্রোহী) ও মফিজুর রহমান শামিম (জামায়াত সমর্থিত স্বতন্ত্র)।

0 comments:

Post a Comment