Wednesday, March 2, 2016

সরকার প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন করছে : স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন কার্যক্রম চলছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাইলে আগে তৃণমূল পর্যায়ের উন্নয়ন করতে হবে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচি গ্রহণের কারণে দেশ এখন বিদ্যুৎ সমস্যা থেকে মুক্ত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ বিদেশে বিদ্যুৎ রফতানি করবে। একই সঙ্গে স্বাস্থ্য, আইন শৃ্ঙ্খলা, রাস্তা-ঘাটসহ এই সরকারের আমলে সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে দেশের দক্ষিণবঙ্গের মানুষেরা অর্থনৈতিকভাবে লাভবানসহ দেশের অন্য অঞ্চলের মানুষদেরও ভাগ্যের পরিবর্তন হবে।

তিনি বলেন, দেশকে আরো সামনের দিকে নিতে হলে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে হলে দল মতের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে কোনো রাজনীতি মেনে নেয়া হবে না। একই সঙ্গে কেউ দেশ উন্নয়নে বাধাগ্রস্থ করলে সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। তিনি সকলকে একযোগে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বিল­াল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ মিরাজ উদ্দিন আহমদ, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তা, বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উল­াপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, শাহাজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তারা।

0 comments:

Post a Comment