সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Wednesday, December 30, 2015

সিরাজগঞ্জ পৌরসভায় আ’লীগ জয়ী

সিরাজগঞ্জের সদর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) সৈয়দ আবদুর রউফ মুক্তা বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪০ হাজার ০৮টি। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ) অ্যাডভোকেট মোকাদ্দেস আলী পেয়েছেন ২৪ হাজার ৭১৫ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এই ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়।


Tuesday, December 29, 2015

ঘরে বসেই পাওয়া যাবে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য

পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রের নাম নিজেদের মোবাইল ফোনের এসএমএম বার্তায় জানতে পারবেন।

মোবাইল ফোনে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ জন্য ভোটারকে তার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পিসি লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লিখতে হবে। এরপর তা ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ভোটারকে তার ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানিয়ে দেয়া হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাদের এনআইডি নম্বরের আগে জন্মসাল লিখতে হবে।কেবল ভোটের দিনই এ সেবা কার্যকর থাকবে।৩২৩ পৌরসভার মধ্যে একসাথে ২৩৪টিতে ভোটগ্রহণ হচ্ছে।

ঘরে বসেই পাওয়া যাবে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য

পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রের নাম নিজেদের মোবাইল ফোনের এসএমএম বার্তায় জানতে পারবেন।

মোবাইল ফোনে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ জন্য ভোটারকে তার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পিসি লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লিখতে হবে। এরপর তা ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ভোটারকে তার ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানিয়ে দেয়া হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাদের এনআইডি নম্বরের আগে জন্মসাল লিখতে হবে।কেবল ভোটের দিনই এ সেবা কার্যকর থাকবে।৩২৩ পৌরসভার মধ্যে একসাথে ২৩৪টিতে ভোটগ্রহণ হচ্ছে।

শাহজাদপুর থানার ওসি প্রত্যাহার

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে প্রত্যাহার করা হয়েছে। জেলার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তবে কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে বা কী কারণে এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আগামীকাল ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম নির্বাচনে অংশ নেয়া মেয়র পদপ্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে লড়াই করছেন।

Monday, December 28, 2015

আজই পৌঁছে যাচ্ছে বই, উৎসবের অপেক্ষায় সারাদেশ

বছরের প্রথমদিন বই উৎসব উদযাপনের লক্ষ্যে সোমবারের মধ্যেই সারাদেশে বই পৌঁছে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিশু-কিশোরদের হাতে বছরের প্রথমদিন বই তুলে দেয়াকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাশাপশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয় বই আনন্দ উৎসব। এবারও তার ব্যত্যয় ঘটবে না বলে প্রতিদিনকে জানিয়েছেন এনসিটিবরি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র পাল। 

বললেন, ‘সোমবার রাত ১২টার মধ্যেই শতভাগ বই সারাদেশে পৌঁছে দেয়া হবে। অতীত ঐতিহ্য বজায় রেখে ১ জানুয়ারি বই উৎসব উদযাপন করা হবে। বই উৎসব উদযাপনের অপেক্ষায় এখন সারাদেশ।’

তিনি বলেন, ‘প্রাক-প্রাইমারি ও মাধ্যমিকের প্রায় সমস্ত বই ইতিমধ্যে পৌঁছে গেছে। প্রাথমিকের বই নিয়ে যে স্থুল জটিলতা তৈরি হয়েছিল তার সিংহভাগই পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। বাদবাকি বইগুলো আজকের মধ্যেই পৌঁছে যাবে। এ নিয়ে শঙ্কার কিছুই নেই।’

শুরুতে ছাপানো বইয়ের মাননিয়ন্ত্রণ ইস্যুতে দাতা সংস্থা বিশ্বব্যাংকের কালক্ষেপন এবং কর্ণফুলীর ব্যর্থতায় তৈরি হয় নানা জটিলতা। বিশ্বব্যাংকের কারণে যেমন রিজার্ভ ডে রাখা সম্ভব হয়নি তেমনি কর্ণফুলীর অবহেলায় ছাপানো যায়নি সময়মতো লক্ষ্যমাত্রার বই। তাই একরকম অনিশ্চিয়তার ঘোরে আবর্তিত হতে থাকে বই উৎসব। সব অনিশ্চিয়তাকে পেছনে ফেলে এখন সবার মতো বই উৎসবরে অপেক্ষায় এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. মিয়া এনামুল হক সিদ্দিকীও।
সিরাজগঞ্জ প্রতিদিনকে তিনি বলেন, ‘একটি কাজ সঠিকভাবে করতে গেলে নানা রকম জটিলতা তৈরি হতে পারে। এটা মেনে নিয়ে কাজ এগিয়ে নিতে হয়। কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে চলে এসেছিল। অবশেষে আমরা সমস্যাগুলোর সমাধান করে মূল কাজটি করতে পেরেছি। এখন আমি আশাবাদী সঠিক সময়ে সবার হাতে হাতে বই পৌঁছে যাবে। সবার মতো আমিও উৎসবের দিকে তাকিয়ে।’
এনসিটিবি সরাসরি উপজেলা পর্যন্ত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের বইগুলো পৌঁছে দেয়। সেখান থেকে উপজেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিনিধির মাধ্যমে বই সংগ্রহ করে। যার পরিবহন খরচও এনসিটিবি বহন করে বলে ড. সিদ্দিকী নিশ্চিত করেছেন।
৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে বই পৌঁছানোর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘২৮ ডিসেম্বর রাতের মধ্যে বই পৌঁছে যাবে। ২৯ তারিখ সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বই নিতে পারবে। এ দিন বই নেয়ার জন্য পুরো সময় পাচ্ছে তারা। ৩০ ডিসেম্বর নির্বাচন হলেও উপজেলা পর্যায়ের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের এবার এর আওতার বাইরে রাখা হয়েছে। যদি একটু ধীরগতিও হয় তাহলে ৩১ তারিখ সারাদিন তো থাকছেই। এ ব্যাপারটা ঘটবে শুধু প্রাথমিকের বইয়ের ক্ষেত্রে। প্রাক-প্রাইমারি ও মাধ্যমিকের বই ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পৌঁছে গেছে। যেখানে যায়নি সেগুলো বই না পৌঁছানোর কারণে না। হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা অনুযায়ী বইগুলো নেবে।’
এবার প্রায় ২৮ কোটি শিক্ষার্থীর জন্য ৩৫ কোটির মতো বই ছাপানোর পরিকল্পনা নিয়েছিল কর্তৃপক্ষা। যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। ৩৫ কোটির মধ্যে প্রায় ২৩ কোটি মাধ্যমিকের, ১১ কোটি প্রাথমিকের এবং ৬৬ লাখ বই প্রাক-প্রাথমিকের জন্য।
এদিকে ৩১ ডিসেম্বর প্রাইমারি-এবতেদায়ি ও জেএসসি-জেডিসির ফলাফল ঘোষণা করা হবে। গণভবনে এ দিনই ছোট ছোট কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত গর্ভনমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এবারের বই উৎসব। এতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসেন, এসসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারাণ চন্দ্র পালসহ আরো অনেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের বই উৎসব উদযাপন করবে ন্যাশনাল সরাকরি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফজুর রহমান, মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদসহ আরো অনেকেই।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন শিশু-কিশোরদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিয়ে আসছে সরকার। 

Sunday, December 27, 2015

সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য সিরাজগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর ইকবাল আক্তারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সিরাজগঞ্জে এসে পৌঁছেছে। 

তিনি বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জে ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। প্রতি পৌরসভায় এক প্লাটুন করে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতি প্লাটুনে ৩০ জন করে বিজিবি সদস্য রয়েছে। রাতেই প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ৩০ জনের একেকটি দল নির্দিষ্ট পৌরসভায় চলে যাবে।