Friday, December 6, 2013

হেনরী বললেন, আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি

গত ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনে 'কপাল পুড়েছে হেনরীর' শিরোনামে খবরের প্রতিবাদ করেছেন মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী। গতকাল এক বিবৃতিতে হেনরী বলেন, আমি সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দুদকের কাছে দেওয়া কথিত অভিযোগের তদন্ত করে আয়বহিভর্ূত কোনো সম্পদ পায়নি। শত কোটি কেন কোনো টাকাও অনিয়ম বা দুর্নীতি করে উপার্জন করিনি। তিনি বলেন, আমি শুধু সংসদ সদস্য হওয়ার জন্য রাজনীতি করি না। দুর্নীতির কারণে দশম সংসদ নির্বাচনে মনোনয়ন পাইনি বলে যে কথা বলা হয়েছে তা সঠিক নয়। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনেই আমি নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতি করব। - See more at: http://www.bd-pratidin.com/2013/12/05/30292#sthash.J96wyoxC.nYtMnCP9.dpuf

0 comments:

Post a Comment