নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকালীন এ অন্তর্বর্তী সরকারে একজন অনির্বাচিত ব্যক্তি মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এই সর্বদলীয় সরকারে প্রধান বিরোধী দল বিএনপি আসছে না ধরে নিয়েই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন মহাজোট সূত্র। সূত্রমতে, বিএনপি যদি সর্বদলীয় সরকারে আসে তবে এতে ২০ জন মন্ত্রী থাকবেন। আর বিএনপি না এলে এ মন্ত্রিসভার সদস্য হবে ১০/১২ জন কিংবা এর কাছাকাছি কোন সংখ্যা। তবে সর্বদলীয় এ সরকারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেজোড় রাখার চিন্তা চলছে। সে ক্ষেত্রে এ সংখ্যা ১৩ কিংবা ১৫ হতে হওয়ার জোর সম্ভাবনা আছে। সম্ভাব্য এ মন্ত্রিসভার সদস্য হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ সর্বদলীয় সরকারের মন্ত্রী হিসেবে থাকছেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, সংবিধানে প্রতি ১০ জন মন্ত্রীর মধ্যে ১ জন অনির্বাচিত ব্যক্তিকে মন্ত্রী হিসেবে (টেকনোক্র্যাট) নেওয়ার সুযোগ রয়েছে। এ বিধান আমলে নিয়ে সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে রাখার চিন্তা করা হচ্ছে। তবে মহাজোটে আওয়ামী লীগের প্রধান শরিক সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি এরই মধ্যে জানিয়ে দিয়েছে, এমন ইস্যুতে নেই তারা। আর যদি জাতীয় পার্টি সর্বদলীয় সরকারে অংশ নেয় তাহলে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বর্তমান বাণিজ্যমন্ত্রী জিএম কাদের নির্বাচনকালীন সরকারকে মন্ত্রী হওয়ার মনোনয়ন দেওয়া হতে পারে। অবশ্য এর আগেই বর্তমান সরকারের মন্ত্রীরা পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন। মহাজোট সরকারের যেসব মন্ত্রী সর্বদলীয় মন্ত্রিসভায় যোগ দেবেন তাদের নতুন করে শপথ নিতে হবে।
Wednesday, November 6, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment