Friday, June 28, 2013

তাড়াশে পুকুরের মাছ ধারাকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত ১৫

তাড়াশে পুকুরের মাছ ধারাকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত ১৫

বৃহস্পতিবার
তাড়াশে একটি বিবাদমান পুকুরে মাছের
পোনা ছাড়াকে কেন্দ্র
করে সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১৫জন
আহত হয়েছে। গুরুতর আহতদের তাড়াশ ও
সিরাজগঞ্জ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ২
জনকে আটক করেছে। গ্রামবাসী ও পুলিশ
সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার
নওগাঁ ইউনিয়নের
চৌপাকিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের
শিববিগ্রহ পুকুর নিয়ে হিন্দু সম্প্রদায়ের
সঙ্গে একই গ্রামের আব্দুল আজিজ গংদের
দীর্ঘদিন ধরে মালিকার
দাবি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
বৃহস্পতিবার চৌপাকিয়া গ্রামের হিন্দু
সম্প্রদায়ের লোকজন আব্দুল মান্নানের
নেতৃত্বে পুকুরে মাছের
পোনা ছাড়তে গেলে প্রতিপক্ষ আলম
গংরা বাঁধা দেয়। এতে উভয়পক্ষের
মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহতরা হলো আব্দুল জুব্বার (৪০),
আবুল কালাম (২৫), ফরজ আলী (৩০), সুভাস
(৩৪), আব্দুল মান্নান (৫৬), শফিকুল ইসলাম
(৫০), আব্দুর রাজ্জাক রিন্টু (২৬), রওশন
আলী (৩৪), বাটুল (৪০), মুকুল (৩৩),
ফেরদৌসী খাতুন (৩০), হেনা পারভীন (৪৫)
ও ফিরোজ হিরন (২৫)। আহতদের তাড়াশ ও
সিরাজগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
ব্যাপারে শফিকুল ইসলাম শফি জানান,
আমার বাপ দাদার নামে এসএ এবং আরএস
রেকর্ডকৃত পুকুর আমরা দীর্ঘদিন ধরে ভোগ
দখল করে আসছি। যার খাজনা খারিজ
বর্তমান পর্যন্ত রয়েছে। গ্রামের আব্দুল
খালেক গ্র“প জোর করে মাছ
ধরতে গেলে আমরা তাদের নিষেধ করি।
কিন্তু তারা আমাদের নিষেধ অমান্য
করে আমাদের উপর হামলা চালায়।
অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোক
সেজে একই গ্রামের আব্দুল মান্নান ও
খালেক জানান,
পুকুরটি চৌপাকিয়া গ্রামের হিন্দু
সম্প্রদায়ের শিববিগ্রহের নামে ডিএস
রেকর্ড ছিল। প্রতপক্ষর লোকজন ভুয়া কাগজ
তৈরি করে তারা ভোগ দখল করছে। এ
ব্যাপারে আদালতে মামলা রয়েছে। আব্দুর
রউফ বাদী হয়ে তাড়াশ থানায়
মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার
সাথে জড়িত আছিয়া ও লিমন নামে ২
জনকে আটক করেছে। বর্তমানে ঐ
গ্রামে উত্তেজনা বিরাজ
করছে যেকোনো মূর্হুতে বড় ধরণের সংঘর্ষ
বেঁধে যেতে পারে।

0 comments:

Post a Comment