Friday, February 16, 2018

সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়ার বাছাই

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

দ্বিতীয় আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) ক্রিকেটের খেলোয়ার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ৮.৩০ টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেডিয়ামে সিরাজগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়শন আয়োজিত এ টুর্নামেন্টের জন্য খেলোয়ার বাছাই করা হয়।

আগামী মার্চ মাসে টুর্নামেন্টটির খেলা অনুষ্টিত হতে যাচ্ছে। আর এ লক্ষেই শুক্রবার প্রায় ২০০ ক্রিকেট খেলোয়ারে মধ্য থেকে বলিং, ব্যাটিং ও অলরাউন্ডার এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে সেরা খেলোয়ারদের বাচাই করা হচ্ছে।

সিরাজগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়শন আয়োজিত এ টুর্নামেন্টের জন্য খেলোয়ার বাছাই  পর্ব পরিচালনা করেন উক্ত অ্যাসোসিয়েশনর যুগ্নআহবায়ক মনিরুজ্জামান খান লিটন।

এখান থেকে বাছাই হওয়া খেলোয়ারদের আগামীতে বিভিন্ন দলে নেওয়া হবে। এছাড়াও প্রতিবছরের ন্যায় দেশ বিদেশের নামকরা খেলোয়ারসহ জাতীয় দলের খেলোয়াররাও এসপিএল টুর্নামেন্টের খেলায় অংশ গ্রহণ করে আসছে।

এসময় বাছাই পর্বে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) এর সদস্য সচিব সালমান হক শিবলী, সদস্য মোমিন হাসন, খালেদুর জামান জুয়েল, মাসুদ রানা ও জাকির হোসন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment