Friday, November 3, 2017

নতুন প্রজন্মকে মনসুর আলীর ত্যাগের আদর্শে উজ্জীবিত করতে হবে

সিরাজগঞ্জঃ
মন্ত্রীত্বের লোভকে দূরে ঠেলে দিয়ে নির্মম মৃত্যুকে বরণ করে নিয়ে মহান আত্মত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শহীদ এম মনসুর আলী। তিনি বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানী করেন নি। তাঁর এই ত্যাগের আদর্শে নতুন প্রজন্মকে উজ্জীবিত করে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর স্মরণে আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে শহীদ এম মনসুর আলীর জীবন-আদর্শ জানাতে হবে। তাঁর আদর্শে উজ্জীবিত করে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মত শহীদ এম মনসুর আলীর শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে রেলী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. মনজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মো: শামছুজ্জামান,  জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু জাফর, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. কে এম হোসেন আলী হাসান, এড. বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী প্রমুখ।

0 comments:

Post a Comment