ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ড. জান্নাত আরা হেনরী। আজ শনিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। হৈনরী এর আগে দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।
পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন হেনরি। তার শ্বশুর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোতাহার হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেন। হেনরী ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি সোনালি ব্যাংকের পরিচালক হন। বর্তমানে তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক সময়ের স্কুলশিক্ষক জান্নাত আরা হেনরী রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবেও সংগীতাঙ্গনে বিশেষ পরিচিত।
0 comments:
Post a Comment