Wednesday, June 21, 2017

উন্নয়ন ও মানুষের মন জয় করেই নৌকার বিজয় নিশ্চিত হবে: নাসিম

সোহাগ লুৎফুল কবিরঃ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহবান জানিয়ে বলেছেন-বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি দুই দিন তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে বুধবার দুপুরে তাঁর বাসভবনে সমবেত কর্মীদের নির্বাচনী প্রচারে মাঠে নামার নির্দেশ দিয়ে বলেছেন- উন্নয়ন, ভালবাসা ও মানুষের মন জয় করেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি  আরো বলেছেন নির্বাচনকে ঘিরে বিএনপির জোট নানা ষড়যন্ত্র চক্রান্ত করবে।  বিএনপিকে পাকি পেতাত্বা মন্তব্য করে তিনি বলেছেন ওরা আবারও ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহৃ মুছে ফেলবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। হাওয়া ভবন পূণঃপ্রতিষ্ঠা করে দেশের সম্পদ লুটপাট করবে।  বিএনপি’র হাওয়া ভবন সৃষ্টির পায়তারা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্যও তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন- দলীয় শৃঙ্খলার বাইরে গেলে কোন  নেতা কর্মীকেও ছাড় দেয়া হবে না। হোক না কেন- তাকে ছাড় দেয়া হবে না। তিনি তাঁর নির্বাচনী এলাকায় প্রতিটি ভেটে কেন্দ্রে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সঙ্গে নিয়ে দ্রুত কেন্দ্র কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  সারা দেশসহ সিরাজগঞ্জ- কাজীপুরের উন্নয়ন চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেছেন- আওয়ামীলীগ মানেই উন্নয়ন।  এই উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

এসময় কাজীপুর উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment