সোহাগ লুৎফুল কবিরঃ
প্রয়াত সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল লতিফ মির্জার একমাত্র ছেলে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ ইন্তেজার শক্তি মির্জার অপমৃত্যুতে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শক্তি মির্জার অপমৃত্যুর বিষয়টি সরেজমিনে অবহিত হতে সোমবার রাতে শহরের মাছুমপুর মহল্লায় প্রয়াত নেতা সংসদ সদস্য মরহুম আব্দুল লতিফ মির্জার বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বলেন এই অপমৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক এবং বেদনাদায়ক। এসময় তিনি জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী, মরহুম আব্দুল লতিফ মির্জার স্ত্রী এবং একমাত্র কন্যা মুক্তি মির্জাকে ধর্য্য ধরতে বলেন এবং পরিবারের সমস্ত দ্বায়দ্বায়িত্ব নেন।
উল্লেখ্য শক্তি মির্জা গত শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। রোববার সকালে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। এরপর দ্রুত তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। রোববার ভোরে মাছুমপুর মহল্লার নিজ বাস ভবনে শক্তি মির্জা আত্মহত্যা করে। সে উল্লাপাড়া উপজেলার বংকিরহাট গ্রামের মির্জা বাড়ির স্থায়ী বাসিন্দা এবং লাহেরী মোহনপুর ইউনিয়ন পরিষদের পরপর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য ছিলেন।
0 comments:
Post a Comment