সোহাগ লুৎফুল কবিরঃ
সামগ্রিক উন্নয়ন ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরো ১০ বছর সময় দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে এলাকার তিন রাজনৈতিক কর্মী কাজল মেম্বর, ফেরদৌস মাষ্টার ও মোখলেসুর রহমানের মৃত্যুতে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। বাগবটি হাট মাঠে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়াীলীগ আয়োজিত এ স্মরণ সভায় সবাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান দুদু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য,শহর আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক আলী, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন,মহিলা আওয়ামীলীগের জান্নাত আরা হেনরী তালুকদার,রাযগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান,গোলাম রব্বানী,শহীদুল আলম, মোহাম্মদ আলী জিন্নাহ ও মঞ্জুর মোর্শেদ সজল সহ স্থানীয় নেতৃবৃন্দ। মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে এ স্মরনসভা জনসভায় রুপ নেয়। এর আগে স্ব্স্থ্যামন্ত্রী কাজীপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মধ্যে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা ও দুই বান্ডিল করে ঢেউ টিন প্রদান করেন। এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মোঃ শামসুজ্জামান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামসহ দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরে তিনি কাজীপুরের সীমান্তবাজার এলাকায় নির্মাণাধীন আইএইচটির নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিঃ জেনাঃ এম এ মোহী, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান ও জাকির হোসেন। স্মরণসভায় বিএনপি’র সামনে নির্বাচনে অংশ গ্রহণ ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই উল্লেখ করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, মোহাম্মদ নাসিম আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়াও রাজনৈতিক দল বাঁচতে পারে না। তাই বিএনপির সামনে নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না। আমরা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন। নিবন্ধিত সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নিবে। দেশের সামগ্রিক উন্নয়নের বর্ণনা দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বিএনপির চোখে পড়ে না। শেখ হাসিনার নেতৃত্বে গত ৮ বছরে বাংলাদেশের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে এখন উদীয়মান শক্তিতে পরিণত হয়েছে। অথচ খালেদা জিয়া সত্যকে সত্য বলতে পারছেন না। শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, যিনি স্থায়ীভাবে অন্ধ, তাকে উন্নয়ন দেখাবো কিভাবে? গত ৮ বছরে কোনোদিনও তারা সরকারের একটি কাজেরও প্রশংসা করেনি। সরকার কী একটিও ভালো কাজ করেনি? চট্টগ্রামে মেরিন ড্রাইভের রাস্তা দেখে খালেদা জিয়া এখন বলছেন— তিনি ওই রাস্তার কাজ শুরু করেছিলেন। কাজ যদি শুরুই করে থাকেন, তাহলে শেষ করেননি কেন? কাজ শুরু করা বড় কথা নয়, শেষ করাই সত্যিকারের নেতৃত্ব। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও দেশের কোনো উন্নয়ন করতে পারেননি। শুধু নিজেদের আখের গুছিয়েছেন। জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে নাসিম বলেন, যে কোন মূল্যেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। ওরা ক্ষমতায় আসলে আবারও বাংলাদেশ রাজাকারের দেশে পরিণত করবে।