Wednesday, April 12, 2017

সিরাজগঞ্জ যুবলীগের সম্মেলন স্থগিত, নেতাকর্মীদের ক্ষোভ

সিরাজগঞ্জ: জেলা যুবলীগের সম্মেলন স্থগিত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। আগামী (১৫ এপ্রিল) শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার বিকেলে সম্মেলন স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চীনু।

তিনি জানান, বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোবাইল ফোনে অনিবার্য কারণবশত এ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছিলো। আজকে চলছিলো মঞ্চ তৈরির কাজ। সম্মেলন ঘিরে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় উৎসক মুখর পরিবেশ ছিলো দলীয় নেতাকর্মীদের মাঝে। সম্মেলন স্থগিতের ঘোষনায় তাদের মাঝে হতাশা লক্ষ করা গেছে।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান, সর্বশেষ ২০০৭ সালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১০ বছর পর গত বছর দু’দফায় সম্মেলনের তারিখ ঘোষণা হয়। কিন্তু নির্ধারিত তারিখের আগমুহূর্তেই ওই সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।  বার বার সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

0 comments:

Post a Comment