সিরাজগঞ্জে সাংবাদিক হত্যায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে জরুরী ভিত্তিতে দলীয় এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এসব ঘটনায় আওয়ামী লীগ কখনও নির্লিপ্ত থাকেনি। আওয়ামী লীগ এসব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারও ব্যত্যয় ঘটবে না।’
আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় গোমতী সেতুর পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। এই সেতুটির কাজ শেষ হওয়ার কথা ২০১৮ সালের মার্চ মাসে।
জাপানি সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোট তিনটি সেতু হচ্ছে। এগুলো হলো দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে মোট আট হাজার কোটি টাকা যার ছয় হাজার কোটিই দিচ্ছে জাইকা।
সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়রের গুলিতে সাংবাদিক হত্যার বিষয়টি নিয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু। পরে মেয়রের বাসা থেকে পিন্টুকে আটক করে পুলিশ। বিজয়কে মারপিটের ঘটনার প্রতিবাদে বিকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়রের বাসায় হামলা চালান। এক পর্যায়ে মেয়র তার শটগান থেকে গুলি ছুড়েন। এতে সাংবাদিক শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন। শুক্রবার দুপুরে শিমুলকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশনকে সামনে রেখে দল ভারী করার জন্য এলাকায় কেউ কেউ প্রভাব বিস্তার করছে। আবার অনেক দলের ভেতরে অনুপ্রবেশকারী পরগাছাদের ওপর নির্ভর করে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে। এসব পরগাছাদের দলের ভেতর থেকে নির্মুল করা হবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জেলা পর্যায়ের অনেক নেতাকে ডেকে এনে সতর্ক করা হয়েছে। তারপরও যদি তারা সতর্ক না হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
0 comments:
Post a Comment