সিরাজগঞ্জ প্রতিদিন
সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট
বঙ্গবন্ধু বহুমুখি সেতু
যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।
ইলিয়ট ব্রিজ
ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।
Thursday, March 19, 2020
৮ পরামর্শ মেনে সুস্থ চীন: বাংলাদেশি শিক্ষার্থী
Sunday, September 30, 2018
যমুনা নদীর পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশ সেনাবাহিনী
বার্তা সংস্থাঃ
সেনাবাহিনী দায়িত্ব নিতে যাচ্ছে যমুনা নদীর পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষার জন্য।
৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য এ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।
যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন (ভরাট) এবং সিরাজগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গাইড বাঁধসহ প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪.৬৮ বর্গ কিলোমিটার ভূমির উন্নয়ন হবে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে, সিরোজগঞ্জ শহর ও ইন্ডাষ্ট্রিয়াল পার্ক নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল, বীর-প্রতীক, এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমানসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোঃ যোবায়ের সরোয়ার, প্রকল্প পরিচালক, এবং লেঃ কর্ণেল মোঃ সাদেক মাহমুদ, পিএসসি, অতিরিক্ত প্রকল্প পরিচালক ও কমান্ডিং অফিসার, ২৫ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।
Saturday, June 16, 2018
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ পৌর মেয়র।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
মেয়র বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি নগরবাসীকে জানাই ঈদ মোবারক।’
পৌর মেয়র বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, ‘পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে নগরীর নাগরিকদের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।’
Friday, February 16, 2018
সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়ার বাছাই
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
দ্বিতীয় আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) ক্রিকেটের খেলোয়ার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ৮.৩০ টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেডিয়ামে সিরাজগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়শন আয়োজিত এ টুর্নামেন্টের জন্য খেলোয়ার বাছাই করা হয়।
আগামী মার্চ মাসে টুর্নামেন্টটির খেলা অনুষ্টিত হতে যাচ্ছে। আর এ লক্ষেই শুক্রবার প্রায় ২০০ ক্রিকেট খেলোয়ারে মধ্য থেকে বলিং, ব্যাটিং ও অলরাউন্ডার এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে সেরা খেলোয়ারদের বাচাই করা হচ্ছে।
সিরাজগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়শন আয়োজিত এ টুর্নামেন্টের জন্য খেলোয়ার বাছাই পর্ব পরিচালনা করেন উক্ত অ্যাসোসিয়েশনর যুগ্নআহবায়ক মনিরুজ্জামান খান লিটন।
এখান থেকে বাছাই হওয়া খেলোয়ারদের আগামীতে বিভিন্ন দলে নেওয়া হবে। এছাড়াও প্রতিবছরের ন্যায় দেশ বিদেশের নামকরা খেলোয়ারসহ জাতীয় দলের খেলোয়াররাও এসপিএল টুর্নামেন্টের খেলায় অংশ গ্রহণ করে আসছে।
এসময় বাছাই পর্বে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) এর সদস্য সচিব সালমান হক শিবলী, সদস্য মোমিন হাসন, খালেদুর জামান জুয়েল, মাসুদ রানা ও জাকির হোসন প্রমুখ উপস্থিত ছিলেন।
Tuesday, November 7, 2017
অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল ভবন, নজরদারী নেই সিরাজগঞ্জ পৌরসভার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জর পৌর এলাকায় ৩-৪ তলা বাড়ির নকশার অনুমোদন নিয়ে অবৈধভাবে গড়ে উঠছে ৬-৭ তলা ভবন। অবৈধভাবে গড়ে উঠা এসব ভবনের পাশের বাসিন্দারা আশঙ্কা করছেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠা এসব ভবনের কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
আর এতে কোনো নজরদারী নেই পৌর কর্তৃপক্ষের। তারা বলছেন, পর্যাপ্ত জনবলের অভাবে সঠিক তদারকি করা যাচ্ছে না। আর এমন ভবনের সংখ্যা পৌর সভায় অসংখ্য।
অভিযোগ রয়েছে, সম্প্রতি শহরের গোশালা এলাকায় জনৈক একাব্বর আলী সিরাজগঞ্জ পৌরসভা থেকে চারতলা বাড়ির নকশার অনুমোদন নেন। পরবর্তীতে তিনি এটি সম্প্রসারিত করে ৬তলা ভবন করছেন। বিষয়টি পাশের ভবনের মালিকদের নজরে এলে বিষয়টি পৌরসভার মেয়র ও নগর পরিকল্পনাবিদের কাছে অভিযোগ দেন। কিন্তু অভিযোগ দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ।
পাশের ভবনের মালিক আব্দুস সালাম অভিযোগ করে জানান, ভবনটির কাজের শুরুতেই মিথ্যা তথ্য এবং পৌরসভার অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে তার চারতলা বাড়ির অনুমোদন নেন। পরবির্তিতে বাড়ির কাজ শুরু করে ছয়তলা বাড়ি নির্মাণ করেন।
আমরা পৌরসভায় খোঁজ নিয়ে জানতে পারি তিনি চারতলা বাড়ির অনুমোদন নিয়েছেন। কিন্তু ছয়তলা বাড়ি করার সময় উপরের অংশে চারপাশে বেশী জায়গা নিয়ে অন্যদের অসুবিধার সৃষ্টি করেন। এ বিষয়টি অভিযোগ আকারে পৌরসভায় জানালেও এখনো কোন ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ।
একই এলাকার বাসিন্দা আব্দুস সামাদ খান ও আব্দুস সালাম জানান, আমরা দীর্ঘদিন থেকেই এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু একাব্বর আলী বাড়ির কাজ শুরু থেকেই সকলের সঙ্গে নানা কারণে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বিল্ডিং নির্মাণের কোন নিয়মই না মেনে বাড়ির কাজ শুরু করেন। পাশাপাশি অনুমোদনহীনভাবে ছয়তলা ভবন করায় আমরা শঙ্কার মধ্যে আছি। বড় কোন প্রাকৃতিক দর্যোগ হলে আমরা দুর্ঘটনায় পড়ার আশঙ্কা করছি।
তবে ছয়তলা ভবন নির্মাণের কথা অস্বীকার করে নতুন ভবনের মালিক একাব্বর আলী জানান, নকশা অনুমোদন নিয়েই কাজ করা হচ্ছে। আর চারতলার উপরে শুধু একটি চিলেকোঠা নির্মাণ করা হয়েছে। এতে কারো সমস্যা হবার কথা নয়। আর অনুমোদন না থাকলে সেটি দেখার দায়িত্ব পৌরসভার। অন্য কারো নয়।
এ বিষয়ে নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার শহর পরিকলপনাবিদ মুশফিক আহমেদ জানান, যে বাড়িটি নিয়ে আলোচনা উঠে এসেছে এটি ছাড়াও শহরে আরো অনেক এমন অবৈধ ভবন রয়েছে। কিন্তু পর্যাপ্ত জনবল না থাকা আর জনপ্রতিনিধিদের অসহযোগিতার কারণে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
তিনি আরো জানান, যে বাড়িটি নিয়ে বর্তমানে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি আমি সরজমিনে পরিদর্শন করিনি। তবে আমার সার্ভেয়ার সেটি দেখে আমাকে নোট দিয়েছে আমি অনুমোদনের জন্য সাবমিট করেছি। তবে ভবনের মালিক যদি অবৈধভাবে ৪ তলার জায়গায় ৬ তলা নির্মাণ করে থাকেন তার বিরুদ্ধে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।
Friday, November 3, 2017
নতুন প্রজন্মকে মনসুর আলীর ত্যাগের আদর্শে উজ্জীবিত করতে হবে
সিরাজগঞ্জঃ
মন্ত্রীত্বের লোভকে দূরে ঠেলে দিয়ে নির্মম মৃত্যুকে বরণ করে নিয়ে মহান আত্মত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শহীদ এম মনসুর আলী। তিনি বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানী করেন নি। তাঁর এই ত্যাগের আদর্শে নতুন প্রজন্মকে উজ্জীবিত করে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর স্মরণে আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে শহীদ এম মনসুর আলীর জীবন-আদর্শ জানাতে হবে। তাঁর আদর্শে উজ্জীবিত করে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মত শহীদ এম মনসুর আলীর শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে রেলী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. মনজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মো: শামছুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু জাফর, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. কে এম হোসেন আলী হাসান, এড. বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী প্রমুখ।
Sunday, October 29, 2017
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা খুন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা খুন হয়েছে। নিহত আব্দুস মালেক (২৮) শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের ছেলে এবং সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষনিক অভিযানে প্রধান অভিযুক্ত নজরুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, বেলা ১২টার দিকে শহরের ইলিয়ট ব্রীজের সামনে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, শহরের ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বড় ছেলে আবু মুসার কাছে টাকা পেতো। ওই টাকার তাগাদা দিলে মুসা ও নজরুলের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। উভয়ই এ সংবাদ তাদের স্বজন ও সমর্থকদের জানালে তারা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মালেক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আটককৃতরা হলো- জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম(২৮), একই এলাকার শাহ আলমের ছেলে সোহেল রানা (১৯), আমির হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯), মহর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৫), রানীগ্রাম মহল্লার মাহবুব আলীর ছেলে মোর্শেদ (১৯) ও কুশাহাটা কড়িতলার মৃত ওসমান আলীর ছেলে মনোয়ার হোসেন (৫৫)।
ওসি আরও বলেন, অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।