সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Wednesday, September 27, 2017

রায়গঞ্জে ৭২ টি মন্দিরে ডিও বিতরন অত:পর চাল সিন্ডিকের মাধ্যমে কালোবাজারে বিক্রি!


সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭২ টি পূজা উদযাপনে আনুষ্ঠানিক ভাবে কমিটির সভাপতি/সম্পাদকের মাঝে ডিও বিতরন করা হয়েছে। জানা যায়, শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে ৭২ টি পূজার বিপরীতে ৩৬.৫০০ টন চাল বরাদ্দ হয়। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ – তাড়াশ আসনের এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন। এরপর প্রধান অতিথি পূজা উদযাপন কমিটির হাতে আনুষ্ঠানিক ভাবে ডিও তুলে দেন।
এদিকে ডিও বিতরন অনুষ্ঠান প্রথম পর্যায়ে শেষ হলে তার কিছুক্ষন পর শুরু হয় চাল বেচাকেনার সিন্ডিকেট। একপর্যায় উপজেলার ৭২ টি পূজা উদযাপন কমিটির সভাপতি /সম্পাদককের তোপের মুখে সবগুলো ডিও স্থানীয় কালোবাজারীদের হাতে তুলে দিতে বাধ্য হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যক্তিরা অভিযোগ তুলে বলেন আমাদের ডিও উপজেলা পূজা কমিটির নেত্রীবৃন্দ চাল উত্তেলন ও বিক্রিয়ে নানা জটিলতা তুলে ধরে সবগুলো ডিও হাতে তুলে নেয়। এই সুযোগ স্থানীয় কালোবাজারী ডিলাররা তাদের কৌশল অবলম্বন করে নামমাত্র দরপত্র নিলাম দেখিয়ে সরকারী মূল্যে ৩৭ হাজার ৯৭ টাকার স্থলে ৩৩ হাজার ৮শ টাকা দরে ক্রয় করে। প্রতি টনে ৪ হাজার ২শত ৯৭ টাকা কম দেয়। অপরদিকে উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে যোগসাজস করে প্রতি মে:ট: চাল ৩৬ হাজার টাকা বিক্রি করার অভিযোগ উঠেছে।
এব্যাপারে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা: চন্দন কুমার জানান ডিও উত্তেলন বা বিক্রির বিষয়ে আমার কোন মতামত নেই।

সাংবাদিক শিমুল হত্যা মামলার ৯ আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত নয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক মো. হাবিবুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ আসামিরা হলেন শাহজাদপুরের নলুয়া গ্রামের ডা. মো. নজরুল ইসলামের ছেলে মামলার তিন নম্বর আসামি মানিক (৩৫), পারকোলা কবরস্থানপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. পীযুষ (৪৫), নলুয়া গ্রামের হাছেন আলী প্রমাণিকের ছেলে কালু (২৮),  পোতাজিয়া গ্রামের সিথি কণ্ঠ ঘোষ ওরফে শিমুল (৪৮), পুকুরপাড় গ্রামের নিত্যানন্দ রায় (৪৮), বাড়াবিল মঙ্গলদহ গ্রামের মৃত তোয়াজ প্রামাণিকের ছেলে জহির প্রামাণিক (৩২), নলুয়া গ্রামের মো. আফছার আলী মোল্লার ছেলে জাহিদুল (৩৬), নলুয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে ছোট মানিক (২৮) এবং নলুয়া দক্ষিণপাড়ার আফছার আলি প্রমাণিকের ছেলে রবিউল ইসলাম (৩০)।

শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ২২ আগস্ট শাহজাদপুর আমলি আদালতে এ মামলার আরো সাত আসামি আত্মসমর্পণ করেন। এ নিয়ে আলোচিত এ মামলার ৩০ জন গ্রেফতার হলো। তবে চার্জশিটভুক্ত আরো আট আসামি এখনও পলাতক।

প্রসঙ্গত, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পৌর মেয়র হালিমুল হক মীরু ও ছাত্রলীগের একাংশের মধ্যে সংঘর্ষ চলছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মেয়র মীরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

Wednesday, September 20, 2017

সিরাজগঞ্জে ৭০ টন সরকারি চালসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরে ভিজিডির ৭০ টন চালসহ একজনকে আটকের পর মামলা হয়েছে।

আটক আব্দুর রাজ্জাক বেলকুচি উপজেলার নিশিবয়ড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকন্দ মো. ফয়সাল বলেন, “রাজ্জাক দীর্ঘদিন ধরে অসাধু জনপ্রতিনিধিদের কাছ থেকে ভিজিডিসহ সরকারি বিভিন্ন প্রকল্পের চাল-গম গোপনে কেনাবেচা করে আসছিলেন।

“বুধবার সকালে শহরের মিরপুর এলাকায় আব্দুর রাজ্জাক ট্রেডার্সের গোডাউনে র‌্যাব ১২-এর একটি দল সাথে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আর সেখান থেকে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া বস্তায় থাকা ৭০ টন সরকারি চাল জব্দ করা হয়েছে।”

এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

Sunday, September 17, 2017

সিরাজগঞ্জে ৭ ইউনিটে ছাত্রলীগের কমিটি স্থগিত

জেলা প্রতিনিধিঃ
ভোটার সংশোধনী না থাকা, সাংগঠনিক সমন্বয়হীনতা, আওয়ামী লীগের দু'গ্রুপের বিদ্যমান দ্বন্দ্ব সমঝোতা না হওয়া ও স্থানীয় সাংসদের মনগড়া কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে সিরাজগঞ্জে ছাত্রলীগের ৭টি ইউনিট কমিটি স্থগিত করা হয়েছে।

শনিবার দিনব্যাপী সম্মেলন শেষ হলেও সংঘাতের সম্ভাবনা থাকায় কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সন্ধ্যায় ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সিরাজগঞ্জ সার্কিট হাউস সভা কক্ষে মত বিনিময় হয়। দীর্ঘ ৩ ঘণ্টায় কোনো সমাধান না হওয়ায় রাত ১০টায় সভাকক্ষ থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এর আগে শনিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ও হাজী কোরপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিন সিরাজগঞ্জ পৌর, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ সরকারি কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি ম্যাটস শাখা ছাত্রলীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়।

কামারখন্দ উপজেলা ছাত্রলীগসহ ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, স্থানীয় সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না ঢাকায় বসে মনগড়া কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ায় ৭টি ইউনিটের কমিটি গঠন স্থগিত ঘোষণা করা হয়েছে। কারণ সে প্রভাব খাটিয়ে ৭টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক তার মনোনীত ছাত্রকে বানাতে চান। যা কখনোই সম্ভব নয়। এ জন্য কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলে কমিটি গঠনকল্পে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত সরকার জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক সমাঝোতা না হওয়ায় কমিটি গঠন সম্ভব হয়নি। এ সংকট আসলে কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তরুণ নেতৃত্ব বাধাগ্রস্ত হচ্ছে। সংকট উত্তরণে সিনিয়র নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সমাধান করা উচিত। তাহলে ইউনিট ছাত্রলীগগুলো আরো শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক জানান, উভয় পক্ষে সমঝোতা না হওয়ায় ৭টি ইউনিট ছাত্রলীগের কমিটি গঠন সম্ভব হয়নি। খুব শিগগিরই সমঝোতার ভিত্তিতেই কমিটি গঠন করা হবে।

Thursday, September 14, 2017

সিরাজগঞ্জে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জে কালের কণ্ঠের শুভ সংঘের আয়োজনে
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ”কালের কণ্ঠের শুভ সংঘের” আয়োজনে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুৃষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের এস.এস রোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার, শুভ সংঘের সাধারণ সম্পাদক অসীম সেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ সভাপতি শেখ খালিদ স্ইাফুল্লাহ সাদী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান রহমান শিবলী । 

এ সময় বক্তারা বলেন, নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেবার মতো যন্ত্রনা একমাত্র তারাই বোঝে যারা এর শিকার হয়। আমরাও ১৯৭১ সালে নিজ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। তাই আমরা এর যন্ত্রনা বুঝি। তাই সারা বিশ্বের মানুষকে এই নির্যাতিত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। বার্মা সরকারকে বাধ্য করতে হবে। তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে। এসময় বক্তারা আরো বলেন, বর্তমান সরকারও নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে। তাই দেশের প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। তবেই বিশ্ব নেতা রোহিঙ্গাদের প্রতি অমানববিক আচরনের জন্য বার্মা সরকারের উপর চাপ প্রযেগ করবে।

রাজু আহমেদের সঞ্চলনায় এ মানববন্ধনে ”কালের কণ্ঠের শুভ সংঘের”  সিরাজগঞ্জ জেলা শাখার কমিটির সকল নেতৃবৃন্দ সহ কয়েক শত মানুষ উপস্থিত ছিলো।

Monday, September 11, 2017

সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নব গঠিত আহবায়ক কমিটি থেকে ১২ নেতা পদত্যাগ


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নব গঠিত আহবায়ক কমিটি থেকে ১২ নেতা পদত্যাগ করেছেন। আজ সোমবার সকালে শহরের একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।

লিখিত বক্তব্যে পদত্যাগ করা সদস্য গাজী মিজানুর রহমান দুদু বলেন, ২০১৪ সালের ৭ই ডিসেম্বর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আজাহার আলী খান সভাপতি এবং আমি নিজে সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হই। কমিটি পূর্নাঙ্গ করার কার্যক্রম চলমান থাকা অবস্থায় নির্বাচিত সভাপতি আজাহার আলী খান ২০১৫ সালের ৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। এ অবস্থায় সভাপতি পদে শূন্যতা ও জেলা আওয়ামী লীগের কালক্ষেপনের কারণে এখনও পর্যন্ত সদর থানা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হয়নি। বিষয়টি লিখিত ভাবে কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে। এ পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগের কোন সভা ছাড়াই এবং কারও সাথে পরামর্শ না করে চলতি মাসের ৯ই সেপ্টেম্বর একটি স্থানীয় পত্রিকার মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। একটি নির্বাচিত কমিটি থাকা অবস্থায় তথাকথিত আহবায়ক কমিটি গঠন সম্পন্ন অবৈধ। যে কারনে আমরা ১২জন ওই কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে পদত্যাগ করেছি এবং নব গঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্বের নির্বাচিত কমিটি বহাল রাখার দাবী করছি। এ সংক্রান্ত কাগজপত্র জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগে শীঘ্রই প্রেরন করা হবে কবে জানান আওয়ামী লীগের এই নেতা। সংবাদ সন্মেলনে পদত্যাগী অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, পদত্যাগের বিষয়টি আমি অবগত নই।

পদত্যাগ করা নেতারা হলেন, সদর থানা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সদস্য গাজী মিজানুর রহমান দুদু, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, একই এলাকার গাজী আকবর হোসেন তালুকদার, ছোনগাছা এলাকার সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ ও শফিকুল ইসলাম শফি, বাগবাটির বাবলু মল্লিক, আব্দুল লতিফ ও রঞ্জু আহম্মেদ, মেছড়া এলাকার বাদশা আলম, রজব আলী ও আল আমিন।

Friday, September 8, 2017

সিরাজগঞ্জে যমুনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট সংলগ্ন যমুনা নদীতে বর্নাঢ্য নৌকা বাইচ প্রতিযোগীতা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।
নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করার জন্য হার্ড পর্য়েন্ট এবং তার আশে পাশে র্তীরের ৫ কিলোমিটার এলাকায় মানুষের ঢল নামে একই সঙ্গে যমুনা নদীর বুকে শত শত নৌকা হাজার হাজার মানুষের আনন্দ উপভোগ ছিল চোখে পড়ার মত। বেলা ২টায় বাজার আগেই হার্ড পয়েন্ট সহ পুরে এলাকা হাজার হাজার নারী ও পুরুষ ও শিশুরা পদভারে মুখরিত হয়ে হঠে। নৌকা বাইচ দেখার জন্য সিরাজগঞ্জ জেলার বাইরে টাঙ্গাইল, বগুড়া, মানিকগঙ্জ, পাবনা জেলা থেকেও শত শত মানুষ এসে হাজির হন। জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নৌকা সুমজ্জিত হয়ে যমুনায় এসে বাদ্য বাজনা ও সংগীত সহযোগে ঘোরা ঘুরি করতে থাকেন। বেলা ২টা থেকে ৩ ধাপে প্রতিযোগীতা শুরু হয়।

দৃষ্টি নন্দন সাধে সজ্জিত পানসী নৌকার বাইচ দিয়ে প্রতিযোগীতা শুরু হয়। এর পর পেশা বড় আকারের নৌকা ছোট আকারের ২০টি নৌকার প্রতিযোগীতা শুরু হয়। নৌকার প্রতিযোগীতা শুরু হলে হাজার হাজার দর্শক হর্ষধ্বনি ও করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ যোগায়। রঙ্গিন পোশাকে সজ্জিত প্রতিযোগিদের দৃষ্টিনন্দন উপস্থিত অর্ধলক্ষাধিক দর্শকদের বিমুদ্ধ করে। ৩ পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ কামরুল হাসান। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা অংশগ্রহন কারীদের এবং উপস্থিত দর্শকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার সিরাজ উদ্দিন আহমেদ, চ্যানেল আই প্রতিনিধি ফেরদৌস রবীন, মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এড.কে এম হাসান আলী হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম।

প্রতিযোগিতা শেষে ৩ গ্র“পেন বিজয়ী পানসি নৌকায় প্রথম স্থান অধিকারী সিরাজগঞ্জের পৌর সভার রয়েল বেঙ্গল টাইগার দলের অধিনায়ক দ্বিতীয় স্থান বিজয় বাংলা এবং তৃত্বীয় স্থান সরকার এক্সপ্রেস দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ পুলিশ সুপার। একই ভাবে পেশা বড়দলের বিজয়ী ১ম স্থান আলাহ ভরসা দ্বিতীয় স্থান মানিকতলা এবং তৃত্বীয় স্থান রুপনাই পানাদল ও পেশা ছোট দলের বিজয়ী ১ম স্থান সোনার মদিনা, দ্বিতীয় স্থান বাংলার বাঘ এবং তৃত্বীয় স্থান আলাহর দান এর হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।

Thursday, September 7, 2017

এমপি ট্রেন থেকে পড়ে যাওয়ায় স্টেশন মাস্টারকে ‘মারধর’

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সিরাজগঞ্জের সংসদ সদস্য তানভীর ইমাম পড়ে যাওয়ায় তার সমর্থকরা সহকারী স্টেশন মাস্টারকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছ।
এ ঘটনায় উল্লাপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার শামছুল আলমকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বলেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম শুধু স্ত্রীকে তুলে দিয়ে ট্রেন থেকে নেমে যাবেন, সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন তা জানতেন না বলে এ দুর্ঘটনা ঘটেছে।
উল্লাপাড়া রেলস্টেশনে সোমবার বিকালে সামান্য আহত হন এই সংসদ সদস্য।
রেল কর্মকর্তা অসীম কুমার বলেন, আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠানামার সময় তিন মিনিট হলেও এমপি সাহেবের কারণে সাড়ে চার মিনিট সময় দেওয়া হয়।

“তারপর সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন ক্লিয়ারেন্স দেওয়ার পর এমপি সাহেব আকস্মিকভাবে ট্রেন থেকে নেমে পড়েন। বাতেন আলম নিরপরাধ ছিলেন। তাকে অহেতুক মারধর করায় পাকশী রেলওয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয়েছে। মারধরের ঘটনায় তিনি ভীষণ ভয়ও পেয়েছেন। আর আমরাও কষ্ট পেয়েছি।”
শামছুল আলমকে কেন সাময়িক বরখাস্ত করা হল সে বিষয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে দায়িত্বে তার কিছুটা অবহেলা প্রতীয়মান হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে সংসদ সদস্য তানভীর ইমাম সাংবাদিকদের বলেন, “স্টেশন মাস্টারদের নির্বুদ্ধিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। সাধারণত এ স্টেশনে কমপক্ষে পাঁচ মিনিট দেরি করে ট্রেন। কিন্তু মাত্র চার মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয়। আমি নামতে গিয়ে পড়ে যাই। স্টেশন মাস্টারের কক্ষে নিয়ে তারা আমার ক্ষতস্থানে ডেটল লাগিয়ে দেয়।

“আমি যতক্ষণ সেখানে ছিলাম, মারধর তো দূরের কথা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাই ঘটেনি। আমি চলে আসার সময় বিষয়টি তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে রেল কর্তৃপক্ষকে জানাব বলে তাদের ভয় দেখাই। চলে আসার পর বিষয়টি রংচং লাগিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।”

সাময়িক বরখাস্ত করায় অসন্তোষ জানিয়ে স্টেশন মাস্টার শামছুল আলম বলেন, “পানি তো সব সময় নিচের দিকেই পড়ে। আমি কী অপরাধ করলাম যে আমাকে বরখাস্ত করা হল? আমি তো এমপির সাথেই ছিলাম।”

এ ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। তাদের রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Friday, September 1, 2017

রুপা ধর্ষণ ও হত্যা, ক্ষুব্ধ সিরাজগঞ্জবাসী

সিরাজগঞ্জের তাড়াশের মেধাবী ছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সদস্য নব কুমার কর্মকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা জুয়েলারি মালিক সমিতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সিরাজগঞ্জ প্রসুন থিয়েটারের সভাপতি অ্যাড. মাহবুব এ খোদা টুটুল, সামাজিক সংগঠক দীপা, শাহনেওয়াজ খান রাজন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মামুনুর রশিদ মামুন, যুগ্ন সম্পাদক সালমান হক শিবলী, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক দিলীপ গৌড়, নাট্যলোকের আতাউল্লাহ খান রাজু ও সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, দেশে যে হারে সহিংসতা বেড়ে গেছে তাতে নারীদের ঘরের বের হওয়াই দুষ্কর। নারীদের নিরাপত্তার জন্য পুরুষদেরই এগিয়ে আসতে হবে। নারীদের নিরাপত্তা দেবার দাযিত্ব সরকারের। কিন্তু বারবার দেশে এমন নৃশংস ঘটনা ঘটলেই বিচার বিলম্বিত হবার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। রুপা হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সিরাজগঞ্জে ১০টি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের আযোজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আরো উপস্থিত ছিল সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল, মোমিন হাসান, রাজু আহম্মেদ সহ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে শেষ হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মধুপুর ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পঁচিশ মাইল এলাকার চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা করে রুপাকে সুমী নার্সারির নিকট রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে অজ্ঞাত লাশ হিসাবে উদ্ধার করে রুপার ময়নাতদন্ত শেষে পুলিশ শনিবার বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থানে রুপার মরদেহ দাফন করেন।


ঘটনার তিন দিন পর গত সোমবার ছবি দেখে লাশ শনাক্ত করেন নিহতের বড় ভাই মো. হাফিজুর রহমান। এদিকে এ ঘটনায় রাতেই মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় ছোয়া বাসের চালক হেলপারসহ ৫ নরপশু ধর্ষক। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পরে হত্যার ৬ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় রুপার মরদেহ তার নিজ গ্রাম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ী আনা হয় এবং আসানবাড়ী জামে মসজিদ কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।