সিরাজগঞ্জ প্রতিদিন
সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট
বঙ্গবন্ধু বহুমুখি সেতু
যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।
ইলিয়ট ব্রিজ
ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।
Friday, June 28, 2013
পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান তালুকদার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন
পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান তালুকদার সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শন
পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান তালুকদার পানি উন্নয়ন বোর্ডের
কয়েকটি প্রকল্প এলাকা পরিদর্শনে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সরকারী সফরে
সিরাজগঞ্জে আসার কথা ছিল।
সে মোতাবেক সাড়ে ১১টায় তিনি বঙ্গবন্ধু
সেতুর পুর্বপাড়ে অবস্থিত যমুনা রিসোর্টে নামেন। সেখান থেকে তিনি অপেক্ষমান
স্পীডবোটে উঠে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ডপয়েন্টের পুরাতন জেলখানা ঘাটে
পৌছেন ১টায়।
এ সময় তার সঙ্গে
আরও ৪টি স্পীডবোটে পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তারাও আসেন।
হার্ডপয়েন্টে আগ থেকে অপেক্ষামান প্রশাসন ও সাংবাদিকরা প্রতিমন্ত্রীকে
স্বাগত জানান।
সাংবাদিকরা এ সময় প্রতিমন্ত্রীর আগমন সম্পর্কে
জানতে চাইলে তিনি বলেন, আমি সিরাজগঞ্জে নামাজ পড়তে এসেছি। এ সময় সাংবাদিকরা
তার সফরসুচী প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার তো কিছু জানা
নেই, আপনাদের কাছ থেকেই জানতে এসেছি।
সাংবাদিকরা হার্ডপয়েন্টে
বিশ্ব ব্যাংকের ৬৪ কোটি টাকার অর্থায়নে যমুনা নদী তীর সংরক্ষন প্রকল্পের
চলমান কাজে ঠিকাদার কর্তৃক মজুদ রাখা হার্ড-রক পাথরের স্বল্পতার প্রসঙ্গে
প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, বাকী পাথরও আসবে, কাজও সঠিক সময়ে শেষ হবে। এ
কথা বলেই সাংবাদিকদের এড়িয়ে প্রতিমন্ত্রী গাড়ীতে উঠে পানি উন্নয়ন বোর্ডের
মসজিদের দিকে রওনা দেন। সেখানে তিনি জুমা'র নামাজ আদায় করেন। এরপর তিনি
পাউবোর আতিথিয়তা গ্রহণ করেন। প্রতি মন্ত্রীর এমন আচরনে উপস্থিত সাংবাদিকরা
হতবাক হন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আজিজুল হক,
অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) আফজাল হোসেন, রাজশাহী অঞ্চলের প্রধান
প্রকৌশলী আব্দুর রউফ, বগুড়া অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মমতাজ উদ্দিন,
বিশ্বব্যাংকের চলমান নদী সংরক্ষন কাজের প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম,
সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন সহ পানি উন্নয়ন বোর্ড ও জেলা
প্রশাসনের পদস্থ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সরকারী সফরসূচী
অনুযায়ী ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ
হার্ডপয়েন্ট এলাকায় পৌছে পাউবো’র ক্রসবার ১, ২, ৩ ও ৪ এবং হার্ডপয়েন্ট
এলাকা পরিদর্শন করার কথা ছিল।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী গত বছরেও
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ দেখতে এসে
সাংবাদিকদের সাথে বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়েন।
তাড়াশে পুকুরের মাছ ধারাকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত ১৫
তাড়াশে পুকুরের মাছ ধারাকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত ১৫
বৃহস্পতিবার
তাড়াশে একটি বিবাদমান পুকুরে মাছের
পোনা ছাড়াকে কেন্দ্র
করে সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১৫জন
আহত হয়েছে। গুরুতর আহতদের তাড়াশ ও
সিরাজগঞ্জ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ২
জনকে আটক করেছে। গ্রামবাসী ও পুলিশ
সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার
নওগাঁ ইউনিয়নের
চৌপাকিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের
শিববিগ্রহ পুকুর নিয়ে হিন্দু সম্প্রদায়ের
সঙ্গে একই গ্রামের আব্দুল আজিজ গংদের
দীর্ঘদিন ধরে মালিকার
দাবি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
বৃহস্পতিবার চৌপাকিয়া গ্রামের হিন্দু
সম্প্রদায়ের লোকজন আব্দুল মান্নানের
নেতৃত্বে পুকুরে মাছের
পোনা ছাড়তে গেলে প্রতিপক্ষ আলম
গংরা বাঁধা দেয়। এতে উভয়পক্ষের
মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহতরা হলো আব্দুল জুব্বার (৪০),
আবুল কালাম (২৫), ফরজ আলী (৩০), সুভাস
(৩৪), আব্দুল মান্নান (৫৬), শফিকুল ইসলাম
(৫০), আব্দুর রাজ্জাক রিন্টু (২৬), রওশন
আলী (৩৪), বাটুল (৪০), মুকুল (৩৩),
ফেরদৌসী খাতুন (৩০), হেনা পারভীন (৪৫)
ও ফিরোজ হিরন (২৫)। আহতদের তাড়াশ ও
সিরাজগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
ব্যাপারে শফিকুল ইসলাম শফি জানান,
আমার বাপ দাদার নামে এসএ এবং আরএস
রেকর্ডকৃত পুকুর আমরা দীর্ঘদিন ধরে ভোগ
দখল করে আসছি। যার খাজনা খারিজ
বর্তমান পর্যন্ত রয়েছে। গ্রামের আব্দুল
খালেক গ্র“প জোর করে মাছ
ধরতে গেলে আমরা তাদের নিষেধ করি।
কিন্তু তারা আমাদের নিষেধ অমান্য
করে আমাদের উপর হামলা চালায়।
অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোক
সেজে একই গ্রামের আব্দুল মান্নান ও
খালেক জানান,
পুকুরটি চৌপাকিয়া গ্রামের হিন্দু
সম্প্রদায়ের শিববিগ্রহের নামে ডিএস
রেকর্ড ছিল। প্রতপক্ষর লোকজন ভুয়া কাগজ
তৈরি করে তারা ভোগ দখল করছে। এ
ব্যাপারে আদালতে মামলা রয়েছে। আব্দুর
রউফ বাদী হয়ে তাড়াশ থানায়
মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার
সাথে জড়িত আছিয়া ও লিমন নামে ২
জনকে আটক করেছে। বর্তমানে ঐ
গ্রামে উত্তেজনা বিরাজ
করছে যেকোনো মূর্হুতে বড় ধরণের সংঘর্ষ বেঁধে যেতে পারে।
বৃহস্পতিবার
তাড়াশে একটি বিবাদমান পুকুরে মাছের
পোনা ছাড়াকে কেন্দ্র
করে সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১৫জন
আহত হয়েছে। গুরুতর আহতদের তাড়াশ ও
সিরাজগঞ্জ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ২
জনকে আটক করেছে। গ্রামবাসী ও পুলিশ
সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার
নওগাঁ ইউনিয়নের
চৌপাকিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের
শিববিগ্রহ পুকুর নিয়ে হিন্দু সম্প্রদায়ের
সঙ্গে একই গ্রামের আব্দুল আজিজ গংদের
দীর্ঘদিন ধরে মালিকার
দাবি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
বৃহস্পতিবার চৌপাকিয়া গ্রামের হিন্দু
সম্প্রদায়ের লোকজন আব্দুল মান্নানের
নেতৃত্বে পুকুরে মাছের
পোনা ছাড়তে গেলে প্রতিপক্ষ আলম
গংরা বাঁধা দেয়। এতে উভয়পক্ষের
মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহতরা হলো আব্দুল জুব্বার (৪০),
আবুল কালাম (২৫), ফরজ আলী (৩০), সুভাস
(৩৪), আব্দুল মান্নান (৫৬), শফিকুল ইসলাম
(৫০), আব্দুর রাজ্জাক রিন্টু (২৬), রওশন
আলী (৩৪), বাটুল (৪০), মুকুল (৩৩),
ফেরদৌসী খাতুন (৩০), হেনা পারভীন (৪৫)
ও ফিরোজ হিরন (২৫)। আহতদের তাড়াশ ও
সিরাজগঞ্জ সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
ব্যাপারে শফিকুল ইসলাম শফি জানান,
আমার বাপ দাদার নামে এসএ এবং আরএস
রেকর্ডকৃত পুকুর আমরা দীর্ঘদিন ধরে ভোগ
দখল করে আসছি। যার খাজনা খারিজ
বর্তমান পর্যন্ত রয়েছে। গ্রামের আব্দুল
খালেক গ্র“প জোর করে মাছ
ধরতে গেলে আমরা তাদের নিষেধ করি।
কিন্তু তারা আমাদের নিষেধ অমান্য
করে আমাদের উপর হামলা চালায়।
অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোক
সেজে একই গ্রামের আব্দুল মান্নান ও
খালেক জানান,
পুকুরটি চৌপাকিয়া গ্রামের হিন্দু
সম্প্রদায়ের শিববিগ্রহের নামে ডিএস
রেকর্ড ছিল। প্রতপক্ষর লোকজন ভুয়া কাগজ
তৈরি করে তারা ভোগ দখল করছে। এ
ব্যাপারে আদালতে মামলা রয়েছে। আব্দুর
রউফ বাদী হয়ে তাড়াশ থানায়
মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার
সাথে জড়িত আছিয়া ও লিমন নামে ২
জনকে আটক করেছে। বর্তমানে ঐ
গ্রামে উত্তেজনা বিরাজ
করছে যেকোনো মূর্হুতে বড় ধরণের সংঘর্ষ বেঁধে যেতে পারে।
সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন
সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ নামে আন্তঃনগর ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
৫৩০ আসন বিশিষ্ট এ ট্রেনটি প্রতিদিন ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে চলাচল করবে।
আন্তঃনগর ট্রেন উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্কোয়ারে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেন, ‘‘নতুন এ ট্রেন চালুর মধ্য দিয়ে রাজধানীর সাথে গ্রামীণ জনপদের মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থনীতির চাকা ঘুরে যাবে।’’
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ট্রেন চালু করায় তিনি সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ।
জনসভায় রেলমন্ত্রী বলেন, ‘‘রেলের সম্পদ জাতীয় সম্পদ এবং জনগণের সম্পদ। কিন্তু জামায়াত-শিবির ও বিএনপি হরতালেন নামে রেলের ইঞ্জিন ও বগি পুড়িয়ে দিয়েছে। স্টেশন ধ্বংস করেছে, রেললাইন উপড়ে ফেলেছে।’’
এ পর্যন্ত হরতালের নামে রেলের প্রায় ২৫ কোটি টাকার সম্পদ বিনষ্ট করা হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী রেলের সম্পদ স্বাধীনতাবিরোধী চক্রের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ও আওয়ামী লীগ নেতা প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাড. কে এম হোসেন আলী হাসান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাত আরা হেনরী প্রমুখ।
Subscribe to:
Posts (Atom)