আসছে টেলিফিল্ম “মামা বাড়ী”
আন্তর্জাতিক বুদ্ধি প্রতিবন্ধী জনসচেনতা দিবস উপলক্ষ্য টেলিফিল্ম ‘‘মামা বাড়ী’’ প্রদর্শিত হবে আগামী ২ এপ্রিল থেকে।
জানাগেছে পারিবারিক সচেতনতা মূলক গল্প নির্ভর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই টেলিফিল্ম।
যার মূল চরিত্রে অভিনয় করেছে সিরাজগঞ্জ অর্টিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র উজ্জল দাস অনিক। এই প্রথম বাংলাদেশে কোন বুদ্ধি প্রতিবন্ধী কে দিয়ে টেলিফিল্মে অভিনয় করানো হয়েছে যার কারণে স্থানীয় দর্শক শ্রোতার মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে উজ্জল দাস অভিনীত ‘‘মামা বাড়ী’’ টেলিফিল্মটি ঘিরে।
এই টেলিফিল্মের অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেছেন সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু। পরিবেশনায় মিথিলা মাল্টিমিডিয়া, প্রযোজনা সঞ্জয় সরকার, রচনা এ.কে বিশ্বাস, নির্দেশনা শরিফুল ইসলাম, রুপ সজ্জায় আব্দুর রহিম খোকন সহকারি পরিচালনায় বিভাষ চন্দ এবং এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন মানিক সূত্রধর।
আগামী ( ২ এপ্রিল ) রবিবার আর্ন্তজাতিক বুদ্ধি প্রতিবন্ধী জনসচেনতা দিবসে এই টেলিফিল্মটি প্রর্দশিত হবে স্থানীয় ভাষানী মিলনায়তনে ২, ৩, ও ৪ এপ্রিল।
0 comments:
Post a Comment