Tuesday, September 8, 2015

শক্তিশালী হচ্ছে হারিকেন লিন্ডা

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলে সোমবার হারিকেন লিন্ডা শক্তিশালী হয়ে দুই ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে । হারিকেনের কেন্দ্রস্থলে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার।
জাতীয় হারিকেন সেন্টার জানায়, গ্রিনিচ সময় ২১ টায় বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫৯০ কিলোমিটার দূরে লিন্ডা অবস্থান করছিল।হারিকেনটি ঘণ্টায় ২২ থেকে ১৯ কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের কারণে সাগর উত্তাল থাকায় উপকূলে এর প্রভাব পড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে এর বিস্তার ঘটবে।হারিকেনের প্রভাবে বাজা ক্যালিফোর্নিয়া সার, সিনালোয়া, নাইয়ারিত ও জালিসকো রাজ্যে ভারী বর্ষণ হতে পারে। কর্তৃপক্ষ এসব রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানিয়েছে।

0 comments:

Post a Comment