Sunday, September 13, 2015

আজ পৃথিবীর বিভিন্নস্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে

আংশিক সূর্যগ্রহণ চলছে আজ এ গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে; শেষ হবে বেলা ৩টা ৬ মিনিট ১২ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ১২টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে। তবে বাংলাদেশে এ গ্রহণ দেখা যাচ্ছে না।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার আসখাব শহরের দক্ষিণ-পশ্চিমে রোববার স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে একই দিনে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে শেষ হবে আংশিক এই সূর্যগ্রহণ।

এর মধ্যে সর্বোচ্চ গ্রহণ হবে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর প্রান্তে রোববার সকাল ৬টা ৪৫ মিনিট ৫ সেকেন্ডে।

0 comments:

Post a Comment