Wednesday, September 30, 2015

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের গর্ব: মার্কিন কংগ্রেসওম্যান

মার্কিন কংগ্রেসওম্যান ইভেট ডায়ান ক্লার্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের গর্ব’ আখ্যায়িত করে বলেছেন, বাংলাদেশের জনগণের উচিত তার প্রতি সমর্থন অব্যাহত রাখা।
সোমবার নিউইয়র্কে জাতিসংঘের ‘চ্যাম্পিয়ানস অব দ্য আর্থ’ পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের পরিবেশ, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, জনস্বাস্থ্য এবং বাণিজ্যবিষয়ক কমিটির প্রভাবশালী এই নেতা বলেন, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশিদের গর্ব নয়, তিনি আমাদেরও গর্ব। তিনি সকলের সেরা। ক্লার্ক আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি অবশ্যই আপনাদের (বাংলাদেশিদের) সমর্থন থাকা উচিত।’
জলবায়ু পরিবর্তনজনিত বিষয় মোকাবেলায় বাংলাদেশের সুদূরপ্রসারী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ এ বছর পরিবেশ সংক্রান্ত সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ানস অব দ্য আর্থ’ প্রদান করেছে। ক্লার্ক বলেন, ‘শেখ হাসিনার দূরদৃষ্টি ও কর্মসূচির জন্যই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।’
নিউইয়র্কের হোটেল হিলটনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা অংশ নেন।

0 comments:

Post a Comment