সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতের হামলায় এক জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার নাটুয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কাজিপুর থানার ওসি মিজানুর রহমান জানান।
আহত আরিফ হোসেনকে (৪৫) কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি শাওদতলা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি নাটুয়ার পাড়া চরে যাচ্ছিল। পথে ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তাতে হামলা চালিয়ে যাত্রীদের কাছ থেকে ৮/১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আহত হন নৌকার মাঝি আরিফ।






0 comments:
Post a Comment