Thursday, August 6, 2015

শিয়ালকোল কলেজে শহীদ মিনার উদ্বোধন

সিরাজগঞ্জ সদর উপজেলার
শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ
মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে শহীদ
মিনার উদ্বোধন করা হয়েছে। কলেজটি
প্রতিষ্ঠার ৩০ বছর পর শহীদ মিনার স্থাপিত
হলো।
বুধবার (৫ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে
শহীদ মিনারের ফলক উন্মোচন করেন
সংরক্ষিত মহিলা আসনের (সিরাজগঞ্জ-পাবনা) সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, থানা আওয়ামী
লীগ নেতা আবুল হোসেন, গাজী আব্দুল
কুদ্দুস, শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা
কমান্ডার গাজী আবু তাহের, ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি আবুল হোসেন মিস্ত্রি,
প্রবীণ শিক্ষক শ্যামল কুমার সাহা, কলেজটির
অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম, শিক্ষক গোপাল চন্দ্র সাহা, আবু বক্কর সিদ্দিক, আব্দুল বাছেদ,
আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন তালুকদার,
সবুজ সরকার, উপেন্দ্রনাথ রায়, যুবলীগ নেতা
জাহাঙ্গীর আলম, আল আমিন, কামাল হোসেন।
শহীদ মিনার উদ্বোধনের পর এতে প্রথম
পুস্পস্তবক অর্পণ করেন সেলিনা বেগম
স্বপ্না এমপি।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ,
যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এবং
কলেজের শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ
করেন।
প্রতিষ্ঠিত হওয়ার ৩০ বছর পর এই শিক্ষা
প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করায় এর
শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলীসহ স্থানীয়রা
উচ্ছাস প্রকাশ করেন।
কলেজটির অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম বলেন,
১৯৮৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে এখানে কলেজ খোলা হয়। দীর্ঘ ৩০
বছর পর এ কলেজ চত্বরে সেলিনা বেগম
স্বপ্না এমপির ঐকান্তিক প্রচেষ্টায় জেলা
পরিষদের অর্থায়নে শহীদ মিনার প্রতিষ্ঠিত
হওয়ায় আমরা আনন্দিত।
মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আবু তাহের জানান,
৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা
সংগ্রামের যাত্রা শুরু হয়। শহীদ মিনারে ফুল
দেওয়ার মাধ্যমে আমরা ভাষা শহীদ এবং শহীদ
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
স্বাধীনতার ৪৪ বছরেও শিয়ালকোল ইউনিয়নে
কোনো শহীদ মিনার নির্মিত হয়নি। আজ এই
শহীদ মিনার স্থাপনের মধ্য দিয়ে অত্র
অঞ্চলে মুক্তিযোদ্ধার চেতনা বিকাশের নতুন
ভিত্তি রচিত হলো।

0 comments:

Post a Comment