Thursday, August 6, 2015

দেশ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিনিত হচ্ছে, অন্যদিকে দিন দিন ঝুকিপূর্ণ শিশু শ্রমও বাড়ছে।

মানিক সুত্রধরঃ
প্রথমে সিলেটের রাজন, এরপর খুলনার রাকিব
এবং সর্বশেষ বরগুনার রবিউল অাউয়াল ১১
বছরের এক শিশুকে চোখ উপড়ে এবং
ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা
হয়েছে।
এইসব শিশুগুলি কিন্ত বড়লোকের বা ধনী
ঘড়ের সন্তান নয়। পরিবারারে অার্থিক
অস্বচ্ছলতার কারণেই এত অল্প বয়সে বিভিন্ন
ঝুকি পূর্ন শ্রমে প্রতিদিনই শিশুশ্রম বাড়ছে।
গত ১১জুন বিবিসির এক প্রতিবেদনে জানা
যায় যে ঝুঁকিপূর্ণ খাতগুলোতে শিশুশ্রম
বেড়েছে। উক্ত প্রতিবেদনে আরো জানা
যায় ২০১৫ সাল নাগাদ দেশের ঝুঁকিপূর্ণ
খাতগুলো থেকে শিশুশ্রম শূন্যে নামিয়ে
আনার প্রতিশ্রুতি থাকলেও এখনও ওই
খাতগুলোতে সম্ভবত সংখ্যাটা আরও
বেড়েছে। সরকারী বেসরকরী, বিভিন্ন
এনজিও গুলো শিশু অধিকার নিয়ে কথা বলতে
বলতে তাদের মুখে ফেনা উঠেযায়। বিভিন্ন
দিবসে কিছু ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে
এসে অামন্ত্রিত অথিতিদের মাঝে ছবি তুলে
দেওয়ালে টানানো হয় বিদেশ থেকে কেউ
ভিজেটে আসলে দেওয়ালে টাঙ্গানো ছবি
গুলো দেখানো হয়। শিশুদের জন্য বরাদ্দকৃত
বেশীর ভাগ অর্থ সভা সেমিনার আয়োজন
,নিজেদের বেতন ভাতা সহ অফিসিয়াল কাজ
করতেই শেষ হয়ে যায় শিশুদের জন্য বরাদ্দকৃত
আর্থিক অনুদান। দেশ নিম্ন আয় থেকে মধ্য
আয়ের দেশে পরিনিত হচ্ছে অন্যদিকে দিন
দিন ঝুকিপূর্ণ শিশু শ্রমও বাড়ছে।

0 comments:

Post a Comment