Saturday, November 5, 2016

বীর মুক্তি যোদ্ধা আব্দুল লতিফ মির্জার ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে রনাঙ্গনে ভূমিকা রাখা সিরাজগঞ্জের পলাশডাঙ্গা যুব শিবিরের প্রতিষ্ঠাতা বীরমুক্তি যোদ্ধা উল্লাপাড়ার সাবেক এমপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মির্জার ৯ম মৃত্যু বার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার ৫ নভেম্বর দিবসটির প্রথম প্রহরে শহরের বাজার ষ্টেশন চত্বরে মরহুমের স্মৃতিস্মম্ভে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও রাত ১২টা ১মিনিটে আব্দুল লতিফ মির্জা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন  করেন ছাত্রলীগ, যুবলীগসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা।

এসময় তার কর্মময় জীবনীর সংক্ষিপ্ত আলোচনায় আব্দুল লতিফ মির্জা স্মৃতি পরিষদের আহব্বায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড. গোলাম হায়দার বলেন, স্বাধীনতা যুদ্ধে পলাশডাঙ্গা যুব শিবির রনাঙ্গনে অনন্য ভূমিকা রেখেছে। একাধিক সম্মুখ যুদ্ধে পাকবাহিনীকে পরাস্থ করে বিজয় ছিনিয়ে আনে। এর মধে উল্লেখ যোগ্য নওগা যুদ্ধো, ভাটপিয়ার যুদ্ধো। নওগা যুদ্ধে ২২ জন পাকবাহিনীকে সম্মুখ যুদ্ধে নিহত করে পলাশডাঙ্গা যুব শিবিরের মুক্তিগামী দামাল যুবকেরা যার নেতৃত্বে ছিল আব্দুল লতিফ মির্জা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাধারন সম্পাদক একরামুল হক, যুন্ম সম্পাদক সৌরভ তালুকদার,ছাত্রলীগ নেতা সুইট, শাওন, রাশেদ খান, সাগর শেখ, মিলন শেখ, কাইযুম আহমেদ পান্না, সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, রহমত আলী, আলমগীর কবির, সোহাগ লুৎফুল কবির প্রমূখ।  

0 comments:

Post a Comment