Wednesday, November 9, 2016

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে ”লাল কার্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
“থাকলে শিশু বিদ্যালয়ে, হবেনা বিয়ে বাল্যকালে, থাকলে শিশু লেখাপড়ায়, সফল হবে জীবন গড়ায়” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে ”লালকার্ড” বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক(উপ-সচিব) আবু নূর মো. শামসুজ্জামান বলেন স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীদেও এগিয়ে নিয়ে যেতে হবে। নারী পুরুষের সমন্বয়ে তা সম্ভব। আমাদের প্রতিটি অভিভাবকদের বাল্যবিয়ে সম্পকে সচেতন হতে হবে। 

উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.বাবুল উদ্দীন সরদার, প্রধান শিক্ষক স্বপন কুমার দে, ইউএনডিপি’র জেলা ফ্যাসিলিটেটর মো. মতিউর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ে অপুস্থিত প্রায় ৬শতাধিক ছাত্র-ছাত্রীদের “বাল্যবিয়ে করবো না, যৌতুক নেব না, যৌন হয়হানি করবো না” বাক্যে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

0 comments:

Post a Comment