Wednesday, July 1, 2015

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত

বহুল আলোচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি উপজেলার ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দীর্ঘ প্রায় সাড়ে ৮ মাস আত্মগোপনে থাকার পর ধর্ষক ওই সবুর মাস্টার সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী জামিন নামঞ্জুরকরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু এ তথ্য জানান। জানা গেছে, উপজেলার ভাটদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুস সবুর গত বছরের ১৮ অক্টোবর ঠুঁটিয়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
সালমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং ৯ দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে চেতনানাশক ঔষধ খাইয়ে উপর্যুপরি ধর্ষণ করে। এ ব্যাপারে একই বছরের ২৬ অক্টোবর ওই ছাত্রীর বাবা
হোসেন আলী বাদি হয়ে শিক্ষক আব্দুস
সবুরকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরদিন ২৭ অক্টোবর রাতে সবুর মাস্টার লোক মারফত ওই ছাত্রীকে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ার পর একই দিন ধর্ষিতা ওই ছাত্রী সংশ্লিষ্ট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এদিকে আলোচিত এ ধর্ষণ মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই
শাহজাহান আলী অপহরণ ও ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক আব্দুস সবুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জসিট প্রদান করেন। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সবুর মাস্টারকে বরখাস্ত করা হয়। ধর্ষক সবুর মাস্টারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার
শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মানববন্ধন,
বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করলেও পুলিশ এতদিন সবুর মাস্টারকে গ্রেফতার করতে পারেনি। অবশেষে সোমবার শিক্ষক আব্দুস সবুর সিরাজগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে ধর্ষক সবুর মাস্টারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, শিক্ষক আব্দুস সবুর উপজেলার বাশুরিয়া গ্রামের মৃত শমসের সরদারের ছেলে।

0 comments:

Post a Comment