Tuesday, July 28, 2015

কাজীপুরে আ’লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে বহিষ্কার

এক সপ্তাহের ব্যবধানে সিরাজগঞ্জের
কাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ,
যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৩ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঈদের আগে এডিবির কাজের টাকা
ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে
দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের
অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন- পৌর আওয়ামী লীগের
সদস্য খোকন তালুকদার; পৌর যুবলীগের সভাপতি ফরিদ উদ্দিন, সহসভাপতি স্বপন তালুকদার, সম্পাদক নান্নু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য
লিটন তালুকদার, সরোয়ার হোসেন ও জিন্নাহ মিয়া; ছাত্রলীগ কাজীপুর উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহাগ, সদস্য রুহুল আমিন; পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিফুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, ঈদের আগে ১৫ জুলাই
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের
কার্যালয়ে চলতি বছরের এডিবির উন্নয়নমূলক
কাজের লভ্যাংশের আট লাখ টাকা দলীয় নেতা-
কর্মীদের মধ্যে ভাগাভাগি করা হয়। এ সময় টাকা
ভাগাভাগি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কথা-
কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি লেগে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর
রহমান বলেন, ঈদের আগে খরচ বাবদ নেতা-
কর্মীদের মধ্যে কিছু বোনাস দেওয়া হয়। এ
নিয়ে কিছু নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ দেখা
দেয়। পরে সংগঠনবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা
পরিপন্থী কাজ করার অপরাধে ১৯, ২১ ও ২৩ জুলাই পৃথক সভায় এসব নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
খলিলুর রহমান বলেন, অভিযুক্ত নেতা-কর্মীরা
দলীয় কার্যালয়ে কয়েকজন নেতার ওপর চড়াও
হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পৃথক সভায়
তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।
রিপোর্ট: প্রতিনিধি, প্রথম আলো

0 comments:

Post a Comment