Friday, July 10, 2015

ইফতার মাহফিলে ব্যক্তি বা দলের গিবত করা সমুচিন নয়

ইফতার মাহফিলে বসে কোন ব্যক্তি বা দলের
গিবত করা সমুচিন নয় উল্লেখ করে
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-
যারা উন্নয়নের বিরোধীতা করে, অন্যের
গিবত করে জনগণই তাদের আস্তাকুঁড়ে
নিক্ষেপ করবে। বর্তমান সরকারের সাফল্য
তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে
তিনি বলেছেন- বাংলাদেশ আরো এগিয়ে
যেতো। যদি বিএনপি জামাত জোটের
অপরাজনীতি এবং জ্বালাও পোড়াও না
হতো। তিনি বৃহস্পতিবার তাঁর নির্বাচনী
এলাকা কাজীপুরে ইফতার মাহফিল উপলক্ষে
আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির
বক্তব্য দেন। এর আগে তিনি খুদবান্দি,
মেঘাই, মাইজবাড়িসহ কয়েকটি এলাকায়
যমুনার ভাঙ্গনরোধে পানি উন্নযন বিভাগের
কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন
এবং স্থানীয় জনগণের সঙ্গে সরকারের
উন্নযন কর্মকান্ড নিয়ে খোলা মেলা কথা
বলেন।
কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি
শওকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে
উপজেলা চেয়ারম্যান মোজাম্মের হক বকুল,
সাধারন সম্পাদক খলিলুর রহমান, জিএম
তালুকদার মধু, রেপাজ উদ্দিন
মাষ্টার,যুবলীগের লুৎফর রহমান মুকুল, জিয়াউর
রহমান স্বাধীন,ছাত্রলীগের আল আমিন ও
আসলাম বক্তব্য দেন। এ ছাড়াও
জেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
গোলাম কিবরিয়া, সিরাজুল ইসরাম খান ও
সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।
সমাবেশে ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ এম
মনসুর আলীসহ জাতীয় চার নেতার রুহের
মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনার সুস্বাস্থ্য ও দেশ এবং জাতির জন্য
দোয়া করা হয়।
শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র
বিমোচন,স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি
খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন-
ধারাবাহিকভাবে ও মুক্তিযুদ্ধের শক্তি
ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে
বাংলাদেশ একটি মধ্যম আয়ের এবং
সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এ জন্য তিনি
দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।
তিনি এও বলেছেন-গ্রামের মানুষ এখন ঘরে
বসেই উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন,
সার,বীজসহ কৃষি সরঞ্জাম সহজলভ্য হয়েছে।
শিশু মৃত্যু, মাত মৃত্যু হার কমেছে। দেশ আজ
খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। গ্রাম গঞ্জের মানুষ
এখন আর না খেয়ে থাকে না। গ্রামে বিদ্যুত
সরবরাহ আগের চেয়ে অনেক বেডেছে। দেশে
বিদ্যুতের চাহিদার তুলনায় সমপরিমাণ বিদ্যুত
উৎপাদিত হচ্ছে। যোগাযোগ এবং শিক্ষা
ব্যবস্থার উন্নয়ন হচ্ছে উল্লেখ করে দলের এই
সিনিয়র নেতা বলেছেন- বর্তমান সরকার
গ্রামের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে
বদ্ধ পরিকর। বিশ্ববাসীর কাছে শেখ
হাসিনার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। বর্তমান
সরকার বিনা যুদ্ধে সমুদ্র বিজয ও স্থল
সীমান্ত চুক্তির বিজয় অর্জন করেছেন॥
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে
কয়েক হাজার একর ভুমি বাংলাদেশের
মানচিত্রের সাথে যুক্ত হযেছে। এতে
ছিটমহলবাসী দীর্ঘ ৪৩ বছর পর তাদের
অধিকার ফিরে পেয়েছে।

0 comments:

Post a Comment