Thursday, June 25, 2015

অনুমোদন ছাড়াই চলছে অ্যাজমা হাসপাতাল!

বাংলাদেশ অ্যাজমা ফাউন্ডেশনের নাম ভাঙ্গিয়ে সরকারি অনুমোদন ছাড়াই সিরাজগঞ্জ শহরের
কাজিপুর মোড়ে চলছে অ্যাজমা হাসপাতাল।
প্রতিষ্ঠানটির নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বা নার্স। দু- একজন সদ্য পাস করা চিকিৎসক এখানে কাজ করলেও সম্মানী না পেয়ে তারাও
অনিয়মিত। অ্যাজমা রোগ নির্ণয়ে নেই কোনো
যন্ত্রপাতি। মাঠ পর্যায়ে দালাল নিয়োগ
করে নিয়মিত অ্যাজমা রোগী সংগ্রহ
চলছে। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ
থেকে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ
আশরাফ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের
টিম প্রতিষ্ঠানটি দু`দফা পরিদর্শন করে।
কিন্তু রহস্যজনক কারণে সিভিল সার্জন এ
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন
না। জেলা শহরের কাজিপুর মোড়ে পুরাতন
পাসপোর্ট অফিসের দ্বিতল ভবনে চালু
করা হয় প্রতিষ্ঠানটি। যাত্রা শুরু হয় গত ৩
এপ্রিল। বগুড়ার একরাম হোসেন কাগজে-
কলমে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
স্থানীয় প্যাথলজি ব্যাবসায়ী ধানবান্ধি
মহল্লার আব্দুস সালাম এটির দেখাশোনা
করছেন। হাসপাতালের চিকিৎসক সনিয়া আকতার বলেন, অ্যাজমা রোগে যে ধরনের ওষুধ
দেওয়া হয়, তার জন্য এমবিবিএস
ডিগ্রিধারীরাও লিখতে পারেন। অপর
চিকিৎসক ডাঃ সৌরভ ঘোষ বলেন,
নিয়মিত পারিশ্রমিক না দেওয়ায় এক
মাস পর চাকরি ছেড়ে দিয়েছি।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ
আশরাফ উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটি দু`দফা
পরিদর্শন করা হয়েছে। চিকিৎসাসেবা
প্রদানের নামে সাধারণ লোকজনের
সঙ্গে প্রতারণার অভিযোগে মোবাইল
কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি বন্ধের
জন্য সিভিল সার্জন বরাবর সুপারিশ করা
হয়েছে।
সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন বলেন,
ডেপুটি সিভিল সার্জন দু`দফা তদন্তের পর
এটি জরুরি ভিত্তিতে মোবাইল কোর্টের
মাধ্যমে বন্ধেরও সুপারিশ করেছেন।
প্রতিষ্ঠানটির সিরাজগঞ্জের ব্যবস্থাপক
আব্দুস ছালাম বলেন, বাংলাদেশ অ্যাজমা
ফাউন্ডেশন কর্তৃক এটি পরিচালিত।
রোগী প্রতারণার বিষয়টি ঠিক নয়।

0 comments:

Post a Comment