Tuesday, June 16, 2015

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে নাশকতা মামলার
আসামি ১৮ জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার
করেছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা জানান,
মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়ন জামায়াতের
আমির আমিরুল ইসলাম (৪০), কাওয়াক গ্রামের
জামায়াত কর্মী এম এ মান্নান, বেতকান্দির রুবেল
(২৮), ভূতগাছার মোহাম্মদ আলী (২৫) ও শাহ
আলম (৫৫), দক্ষিণগালজানি গ্রামের আমেদ আলী,
সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান,
মেরাজুল ইসলাম, সুজাবত আলী, রবিউল ইসলাম,
রেজাউল করিম, ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম,
রাকিবুল ইসলাম, আল আমিন ও মোজ্জামেল হক।
ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের নামে নাশকতা, গাড়ি
পোড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার
অভিযোগে একাধিক মামলা রয়েছে।
“জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ
মুজাহিদের আপিলের রায় ঘোষণার আগে নাশকতার
আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
মঙ্গলবার দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে
পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা
তাজুল।

0 comments:

Post a Comment