সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Sunday, October 29, 2017

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা খুন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা খুন হয়েছে। নিহত আব্দুস মালেক (২৮) শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের ছেলে এবং সদ্য বিলুপ্ত পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষনিক অভিযানে প্রধান অভিযুক্ত নজরুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, বেলা ১২টার দিকে শহরের ইলিয়ট ব্রীজের সামনে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, শহরের ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বড় ছেলে আবু মুসার কাছে টাকা পেতো। ওই টাকার তাগাদা দিলে মুসা ও নজরুলের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। উভয়ই এ সংবাদ তাদের স্বজন ও সমর্থকদের জানালে তারা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মালেক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আটককৃতরা হলো- জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম(২৮), একই এলাকার শাহ আলমের ছেলে সোহেল রানা (১৯), আমির হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯), মহর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৫), রানীগ্রাম মহল্লার মাহবুব আলীর ছেলে মোর্শেদ (১৯) ও কুশাহাটা কড়িতলার মৃত ওসমান আলীর ছেলে মনোয়ার হোসেন (৫৫)।

ওসি আরও বলেন, অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Saturday, October 28, 2017

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় মামলা

সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) গভীর রাতে আহত ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের ভাই ফরিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় শহরের জানপুর মহল্লার মৃত আলী হোসেনের ছেলে জাহাঙ্গীরকে (৩৫) প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় পল্টু নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টু শহরের জানপুর মহল্লার মৃত আবেদীনের ছেলে ও মামলার ৫ নম্বর আসামি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সিরাজগঞ্জ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালুয়াভিটা বাজারে এ হামলা হয় বলে সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান।

আহতরা হলেন- উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর (৪৫) এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪০) ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর (৪৫)।

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি হেলাল উদ্দিন বলেন, সদরের ছোনগাছা বাজার থেকে দলীয় সভা শেষে মটরসাইকেলে কালিয়া হরিপুর ফিরছিলেন দুই নেতাসহ আরও কয়েকজন। শালুয়াভিটা বাজারে দেশি অস্ত্র নিয়ে একদল যুবক তাদের উপর হামলা চালায়।

“এ সময় তারা ওই দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।”

ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের দাবি, সাত থেকে আট মাস আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় যুবলীগ কর্মী জাহাঙ্গীর হোসেন এ ঘটনা ঘটিয়েছেন।

“হামলাকারীদের মধ্যে জাহাঙ্গীরসহ অন্তত পাঁচজনকে আমি চিনতে পেরেছি। এই জাহাঙ্গীর এর আগেও তিনবার চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।”  

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকরামুজ্জান বলেন, আহতদের মাথা, পিঠ, হাত-পাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম ও থেতলে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ৯টার দিকে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন। 

Tuesday, October 24, 2017

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তার দলের স্কুল কমিটির এক নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তার দলের স্কুল কমিটির এক নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই নেত্রীর মামা মোজাম্মেল হক সরকার বাদী হয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং সহযোগীতা ও মারপিটের অভিযোগে তার আরও ৫ সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
এদিকে, এই ঘটনায় স্থানীয় থানা পুলিশের বিরুদ্ধে পক্ষপাত্বিতের অভিযোগ উঠায় আদালতের বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাড. আনোয়ার পারভেজ লিমন জানান, মঙ্গলবার দুপুরে ওই আদালতে মামলাটি দায়ের করা হয়। ধর্ষিতা স্কুল ছাত্রী বেলকুচির দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও একই বিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলার ধুকুরিয়াবেড়া ইউপির কলাগাছি গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে।
মামলার আসামীরা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেলকুচির চরখাষিয়া গ্রামের রকিব উদ্দিন মাষ্টারের ছেলে রিয়াদ হোসেন (২৫), একই উপজেলার চরচালা গ্রামের মিন্টু কসাইয়ের ছেলে আরমান হোসেন (২৬), একই গ্রামের ফজলুল হকের ছেলে আল-আমিন হোসেন ও মৃত সোনা উল্লাহ’র ছেলে রুবেল শেখ, কলাগাছি গ্রামের মমিন সেখের ছেলে রতন শেখ
ওরফে পিচ্চি রতন (২৪) এবং গাড়ামাসি গ্রামের নিমাই ডাক্তারের ছেলে পাপ্পু।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৭/৮ মাস আগে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন স্কুল কমিটি গঠনের জন্য দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে গেলে ওই শিক্ষার্থীর সাথে রিয়াদের পরিচয় হয়। তাকে কমিটিতে সিনিয়র সহ-সভাপতির পদও দেয়া হয়। এই সূত্র ধরেই উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে তা এক পর্যায়ে দৈহিক সর্ম্পকে রূপ নেয়।
এই অবস্থায় গত ১৩ই অক্টোবর ছাত্রলীগ নেতা রিয়াদ ওই শিক্ষার্থীকে চরচালায় অবস্থিত তার মেসে ডেকে নিয়ে তারা আবারও দৈহিক মেলোমেশায় লিপ্ত হয়। ওই সময় বিয়ের জন্য চাপ দিলে রিয়াদ তাতে তালবাহানা শুরু করে। বিষয়টি প্রকাশ করে দেয়ার জন্য ভয়ভীতি দেখালে রিয়াদ ওই শিক্ষার্থীকে মারপিট করে এবং সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হয়ে তার আরও ৫ সহযোগীও শিক্ষার্থীকে মারপিট করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে তাড়িয়ে দেয়।
এরপর ওই শিক্ষার্থী তার স্বজনদের বিষয়টি অবগত করে। এবং বাবাকে নিয়ে থানায় মামলা দায়ের করতে যায়। এই সংবাদ পেয়ে অভিযুক্তরা থানায় গিয়ে পুলিশের সামনে আবারও ওই শিক্ষার্থীকে মারপিট করে এবং ভয়ভীতি দেখিয়ে আবারও সাদা কাগজে বাবা-মেয়ের স্বাক্ষর নিয়ে তাদের থানা থেকে বের করে দেয়। যে কারণে দেরিতে হলেও ঘটনার বিষয়ে তারা আদালতের যান বলে এজাহারে উল্লেখ্য করেছেন মামলার বাদী।
প্রেম ও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন মঙ্গলবার বিকেলে মোবাইলে বলেন, ওই মেয়েটি ১৩ই অক্টোবর রাতে হঠাৎ আমার মেসে প্রবেশ করে ঘরের দরজা আটকে রেখে আমাকে বিয়ের জন্য চাপ দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মেস থেকে বের করে দেয়া হয়। এরপর সে থানায় গিয়ে পুলিশের কাছে আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় থানার ওসি সাজ্জাদ হোসেন তাকে বিদায় করে দেন।
আসন্ন বেলকুচি উপজেলা ছাত্রলীগের সন্মেলনে আমি সভাপতি পদের প্রার্থী। যে কারণে প্রতিপক্ষরা ওই মেয়েকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেনের দাবী, ওই মেয়েটি অভিযোগ করার জন্য থানায় এসেছিল। কিন্ত তার বাবা মামলা করতে রাজী না হওয়ায় তারা চলে যান। ওই সময় থানায় কোন মারপিটের ঘটনা ঘটেনি, এমনকি সাদা কাগজে কোন স্বাক্ষর নেয়া হয়নি।

Monday, October 16, 2017

সিরাজগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপনের বিরুদ্ধে আমিনা খাতুন নামে এক গৃহকর্মীকে ধর্ষণ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গৃহকর্মী আমিনা খাতুন বাদী হয়ে ৩জনকে আসামী করে রোববার (১৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাসাইল গ্রামের মরহুম আনোয়ার হোসেনের স্ত্রী আমিনা খাতুন (৩০)। স্বামী মারা যাওয়ার পর আমিনা খাতুন দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার বাড়ীতে গৃহকর্মীর কাজ করতেন। কিছুদিন আগে এমপি হজ্বপালনের জন্য মক্কায় যান। এ সময় গৃহকর্মী আমিনা খাতুনের সাথে বাসাইল গ্রামের সোলেমান হোসেনের পুত্র ফরিদুল ইসলাম (৩৩) এর সাথে পরকীয়া প্রেম হয় এবং এক পর্যায়ে উভয়ই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।
এছাড়াও আমিনার কাছ থেকে তার পরকীয়া প্রেমিক ফরিদুল ৪০ হাজার টাকা ধার হিসেবে নেন। সেই ধারকৃত টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে আমিনাকে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদুল তাঁর নিজ বাড়ীতে নিয়ে আসেন। এসময় সোনাখাড়া ইউপি চেয়ারম্যান রিপন ও মকবুল হোসেন গৃহকর্মীকে জোড়পুর্বক ধর্ষণ করেন। তাঁর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়রা বিচারের আশ্বাস দিয়ে নানা তালবাহানা শুরু করেন। একপর্যায়ে স্থানীয় মুরুব্বীরা ব্যর্থ হন। অবশেষে নিরুপায় হয়ে গৃহকর্মী আমিনা খাতুন বাদী হয়ে রোববার (১৫ অক্টোবর) সকালে ৩জনকে আসামী করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।

Friday, October 13, 2017

সিরাজগঞ্জে ‘জনতার পিটুনিতে’ এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে দুইজনকে ‘কুপিয়ে হত্যার চেষ্টার সময়’ এক ব্যক্তিকে ধরে পিটিয়ে ও কুপিয়ে স্থানীয়রা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কাজিপুর থানার ওসি (তদন্ত) তছলিম জানান, শুক্রবার সকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরনাটিপাড়ার এলাকা থেকে ওই ব্যক্তির লাশ তারা উদ্ধার করেন।
নিহত উজ্জ্বল মিয়া (৪২) ওই এলাকার আজগর আলীর ছেলে।
চরগিরিশ ইউনিয়র পরিষদের চেয়ারম্যান জহুরুল হক মিন্টু বলেন, “উজ্জ্বলের আচরণে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছিল। কয়েকদিন আগে সে নাটিপাড়ার চিকিৎসক জাহিদকে হত্যার জন্য গভীর রাতে তার ঘরের বেড়ায় টেঁটা নিয়ে আঘাত করে। এ সময় জাহিদের গর্ভবতী স্ত্রী গুরুতর আহত হন।”
“এর কয়েকদিন পর গভীর রাতে স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে জানালা দিয়ে তার বোনের শ্লীলতাহানির চেষ্টা করে। এছাড়া ১৪/১৫ দিন আগে সে একই এলাকার জুড়ান নামের একজনের বাড়ির গোয়াল ঘরে ঢুকে চারটি ছাগল জবাই করে রেখে পালিয়ে যায়।”
মিন্টু বলেন, এ ঘটনায় জাহিদ থানায় মামলা করেন ও জুরান অভিযোগ করেন। এর জেরে বৃহস্পতিবার ২টার দিকে উজ্জ্বল প্রথমে জুড়ানের বাড়িতে গিয়ে তার ছেলেকে কুপিয়ে আহত করে। এরপর জাহিদের বাড়িতে গিয়ে তাকেও কুপিয়ে জখম করে।
“খবর পেয়ের গ্রামবাসী তাকে আটক করে করে মারধর ও কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় তারা উজ্জ্বলকে উদ্ধার করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
“কিন্তু পুলিশ তাকে হেফাজতে না নেওয়ায় স্থানীয়রা তাকে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নাটুয়ারপাড়া বাজার এলাকায় একটি ভ্যানের উপর লাশ রেখে চলে যায়। ”
এ বিষয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিমল কুমার চাকী বলেন, উজ্জ্বলের অবন্থা আশঙ্কাজনক হওয়ায় তারা তাকে হেফাজতে রাখেননি।     
“উজ্জ্বলের উপর স্থানীয় লোকজন ক্ষুদ্ধ ছিল। সম্প্রতি একটি মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে জেলও খাটে সে। কিন্তু জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে সে আবার আগের মত আচরণ করেছিল।”
তিনি বলেন, উজ্জ্বল কাউকে মারধর করেছে কিনা,এ বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। তবে কাউকে পিটিয়ে হত্যা করার অধিকারও কার নেই।
ওসি তছলিম বলেন,“উজ্জ্বলের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের বিরোধ চলছিল। তারাই উজ্জ্বলকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। 

Thursday, October 12, 2017

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত ও ২ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বুধবার  রাত ১২টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার ও কাজিপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নওগাঁ জেলারমহাদেবপুর থানার দক্ষীনকুড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে ট্রাকড্রাইভার নজরুল ইসলাম ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গোয়ালবাথাগ্রামের সোহরাব হোসেনের স্ত্রী শাহারা খাতুন।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার (এএসআই) রাজু আহমেদ জানান, রাতে নওগাঁ থেকে চাল বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে উত্তরাঞ্চলগামী টিন বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করেসিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাতে নজরুল ইসলাম নামেএক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়।
অপরদিকে সিরাজগঞ্জের কাজিপুর আহত মোটরসাইকেল  আরোহী শাহারাখাতুনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী বলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডিউটিরত চিকিৎসক ফয়সাল আহমেদ নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম
                 (১৭) নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের মুজিব সড়ক এলাকার বেসরকারি কমিউনিটি হাসপাতালের মালিক ডা. আব্দুল লতিফের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মঞ্জু শেখের ছেলে এবং ওই হাসপাতালের বাবুর্চির কাজ করতো।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে ডা. লতিফের বাসার একটি কক্ষে রফিকুলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

Wednesday, October 11, 2017

সিরাজগঞ্জে পৌর জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১২:৫৯
সিরাজগঞ্জ প্রতিনিধি

সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির শহিদুল ইসলামসহ তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহরের এস.বি ফজলুল হক রোড, পৌর এলাকার ভাঙ্গাবাড়ী এবং মাছুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের এস.বি ফজলুল হক রোডের বাসিন্দা ও ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, মাছুমপুর মহল্লার মাসুদুর রহমান মাসুদ ও ভাঙ্গাবাড়ী মহল্লার জিহাদ হাসান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বুধবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শহিদুল ইসলাম তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি দুইজনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

Tuesday, October 10, 2017

আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।
কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাটা ১৮টি গাছের কয়েকটি খণ্ড উদ্ধার করেছে।
“খন্ডগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। ইউএনও এবং এলজিইডি অফিসের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সাকোওয়াতের বিরুদ্ধে এ অভিযোগ করেন স্থানীয়রা।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ছালাভরা-ঢেকুরিয়া আঞ্চলিক সড়কের এলজিইডির অধিগ্রহণ করা জায়গায় ১৯৯৭ সালে রাস্তা নির্মাণের পাশাপাশি রাস্তার পাশ দিয়ে ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।
“সোমবার সেখান থেকে ১৮টি ইউক্যালিপটাস গাছ বিক্রির পর কাটা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে সেগুলো ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় উপজেলা ভূমি কর্মকর্তা নাজমুল হামিদ রেজা ও এলজিইডি অফিসের প্রতিনিধি মিজানুর রহমানসহ থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছের বেশকিছু খন্ড জব্দ করা হয়েছে।”
এ বিষয়ে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, অবৈবভাবে সরকারি গাছ কাটা কাম্য নয়। জব্দকৃত গাছের খন্ডগুলো উদ্ধারের পর থানা হেফাজতে রেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহায়তা করার জন্য ইউএনওকে পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে গেলে গাছ কাটার সঙ্গে জড়িত শ্রমিক ও স্থানীয়রা জানান, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সাকোওয়াত অবৈধভাবে আলম নামের একজন কাঠ ব্যবসায়ীর কাছে ১ লাখ ৬০ হাজার টাকায় গাছগুলো বিক্রি করায় তারা গাছগুলো কেটেছেন।
এ বিষয়ে কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সাকোওয়াত বলেন, ছালাভরা বাজারে আওয়ামী লীগের একটি দলীয় অফিস নির্মাণ ও একটি মসজিদে অর্থ সাহায্যের জন্য স্থানীয় নেতাকর্মীরা ছয়টি গাছ কেটেছে।
“বিষয়টি তারা আমাকেও অবগত করেছিল। ধরা পড়ার পর নিজেরা বাচাঁর জন্য এখন তারা আমার নাম বলছে।”

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার দু’টি ইউনিয়নের প্রায় তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন

সিরাজগঞ্জঃ এক সপ্তাহ ধরে যমুনার অব্যাহত ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার দু’টি ইউনিয়নের প্রায় তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়াও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫টি ধর্মীয় প্রতিষ্ঠান, তাঁত কারখানাসহ বিলীন হয়ে গেছে শত শত একর ফসলি জমি।

এদিকে ভাঙন রোধে কার্যকরী কোনো পদক্ষেপ না নেয়ায় আতঙ্কে রয়েছে অন্তত ২০ হাজার পরিবার। হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ এনায়েতপুর-কৈজুরী সড়ক, এনায়েতপুর কাপড়ের হাট, ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা।

অপরদিকে হাজার হাজার তাঁত কারখানাও নদী গর্ভে বিলিন
হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে তাঁতীরা।

যমুনার ভাঙনে এনায়েতপুরে তিনশ’ বাড়িঘর বিলীনসোমবার (৯ অক্টোবর) এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম ও আড়কান্দি, জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি, পাকুরতলা, কুঠিপাড়া, ভেকা ও পাচিল এলাকায় সরেজমিন ঘুরে ভাঙন কবলিত মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের জুলাই-আগস্ট মাসের বন্যায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যমুনার পূর্বপাড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়। ওই সময় শত শত বাড়িঘর, ফসলি জমি ও সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর পশ্চিমপাড়ের এ অঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন।

গত এক সপ্তাহের ব্যবধানে উল্লেখিত ৬টি গ্রামের অন্তত তিনশ’ ঘর-বাড়ি ও কয়েকশ’ একর আবাদি জমি বিলীন হয়ে গেছে। এছাড়াও হাট বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বসন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ ব্রাহ্মণগ্রাম ও আড়কান্দি চরের বেশ
কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

নদী ভাঙনে বসতবাড়ি হারানো ব্রাহ্মণগ্রামের দিনমুজুর মোফাজ্জল হোসেন ও আনোয়ারা খাতুন জানান, গত রাতে যমুনার ভাঙনে দেখতে দেখতেই বসতভিটা নদীগর্ভে চলে গেলো। এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। পরিবার নিয়ে কোথায় দাঁড়াবো ভাবতে পারছি না।

গোপিনাথপুরের সাইদুল ইসলাম রাজ ও ব্রাহ্মণগ্রামের বাসিন্দা আকতার সরকার বলেন, আমরা অসহায় অবস্থায় রয়েছি। আমাদের দিকে কেউ ফিরে দেখছে না।

ভাঙন কবলিত এলাকা থেকে বাড়িঘর সরিয়ে নেয়া হচ্ছেস্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম সরকার অভিযোগ করে বলেন, ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নেয়ায় নদী ভাঙন বেড়েই চলেছে। প্রতিদিনই ঘরবাড়ি হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। অনেকেই বৃদ্ধ ও শিশু সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়ছেন।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, কয়েকদিন ধরে যমুনার পশ্চিম পাড়ে অন্তত ৬টি গ্রামে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে
বলে তিনি জানান।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেহেলী লায়লা বাংলানিউজকে জানান, খুকনী ও জালালপুর ইউনিয়নে নদী ভাঙনের বিষয়টি আমরা জানতে পেরেছি। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে ভাঙনস্থল পরিদর্শন ও জরিপ করা হয়েছে।

একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে পাউবোর প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেয়া হবে। ভাঙনরোধে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সংসদ সদস্য এমপি হাসিবুর রহমান স্বপন জানান, নদী ভাঙনের ব্যাপকতার বিষয়ে অবগত হয়েছি। ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাউবোসহ সংশ্লিষ্ট মহলকে বলা হয়েছে।

Saturday, October 7, 2017

গণসংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ঢাকায় পৌঁছে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদ্য সমাপ্ত জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের জোরালো অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিমানবন্দর থেকে গণভবনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী-ছবি-জি এম মুজিবুরএরপর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি গণভবনের উদ্দেশে রওনা হয়। রাস্তার দু’পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী পৌঁছার কয়েক ঘণ্টা আগেই বিমানবন্দর সড়কে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকেই বিমানবন্দর সড়কে আনন্দ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিমানবন্দরের ভিআইপি গেট থেকে বিজয় সরণির দিকে সড়কে কোনো যানজট না থাকলেও নাভিঃশ্বাস উঠছে উত্তরা সড়কে। বিমানবন্দরের মেইন গেট এলাকা থেকে উত্তরার দিকে যতো দূর চোখ যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। এতে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে আওয়ামী লীগের এ আয়োজনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।