Tuesday, May 19, 2015

টুসি হত্যার বিচারের দাবিতে আবারো মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জবাসী।

আলোচিত টুসি হত্যার বিচারের দাবিতে আবারো
মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জবাসী।
সিরাজগঞ্জ সরকারী কলেজের ইংরেজি বিভাগের
মেধাবী ছাত্রী টুসির হত্যাকারীদের আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
সিরাজগঞ্জ ও নিউইয়র্কে মানববন্ধন, বিক্ষোভ
কর্মসূচি পালিত হয়েছে। এ সকল কর্মসূচিতে বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন এবং
স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় সিরাজগঞ্জ সরকারি
কলজের ইংরেজি বিভাগের উদ্যোগে কলেজ
চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মনোয়ার
হোসেন, অধ্যাপক টি,এম সোহেল, গণিত
বিভাগের প্রধান অধ্যাপক জসিম উদ্দিন, প্রানিবিদ্যা
বিভাগের প্রধান অধ্যাপিকা ফাহিমা সুলতানা, ইংরেজি
বিভাগের প্রধান আবু বক্কার সাঈদ ও কলেজের
প্রাক্তন ছাত্রীরা।
এর আগে সকাল ১০টায় ইয়ং স্টার ক্লাবের সামনে
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে
বক্তব্য রাখেন, প্রফেসর আকতার হোসেন,
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার গাজী
শফিকুল ইসলাম, প্রভাষক করুনা রানী সাহা, সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু,
এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়ক জাহাঙ্গীর
আলম রতন, জাসদ নেতা আবু বকর ভুইয়া, বাসদ নেতা
নব কুমার কর্মকার, সাবেক ছাত্রলীগ নেতা পিয়ার
চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা
মোস্তফা জামান, অ্যাডঃ শামীমা ইয়াসমিন রীমা ও টুসির
বাবা আশরাফুল বারী।
মানববন্ধন চলাকালে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, হত্যাকারীরা যত
প্রভাবশালীই হোক না কেন তাদের আইনের
আওতায় নিয়ে আসতে হবে। যাতে করে টুসির মত
আর কোন মেয়ের জীবন অকালে ঝরে না
যায়। এ সময় টুসির বাবা আশরাফুল বারী বলেন, আমার
মেয়ে টুসি একজন মেধাবী ছাত্রী ও সাংস্কৃতিক
কর্মী। সে সচেতন নারী হিসেবে কখোনই
আত্মহত্যা করতে পারে না। সিরাজগঞ্জ সরকারী
কলেজের সাবেক অধ্যক্ষ গাজীউর রহমানের
ছেলে শামস এলাহী উইলিয়ামের সাথে বিয়ের পর
থেকেই টুসিকে উইলিয়াম ও তার বোন কুইন রহমান
নির্যাতন করে আসছে। নির্যাতনের এক পর্যায়ে
তাকে নির্মমভাবে হত্যা করে সেটিকে আত্মহত্যা
বলে প্রচার করা হয়েছে। তিনি এ হত্যাকান্ডের
সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ সিরাজগঞ্জ
সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা
হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ মে) রাত
৯টায় জ্যাকসন হাইটসের সামনে মাবনবন্ধন চলাকালে
বক্তারা টুসি হত্যাকারীদের অবিলম্বে
গ্রেফতারের জন্য বাংলাদেশে প্রশাসনের নিকট
দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, নিউইয়র্কস্থ
সিরাজগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,
জহুরুল প্রমূখ।
উল্লেখ্য, গত ৫ই মে বিকালে ঢাকার পূর্ব তেজতুরি
বাজারস্থ ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে সোনিয়া
আশরাফ টুসির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। টুসির
পরিবারের অভিযোগ, তাকে শারিরীক ও মানসিক
নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে
রেখে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়া
হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সরকারী
কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের পূত্র
শামস এলাহি উইলিয়াম, তার বোন এটিএন বাংলার
প্রযোজক ও উপস্থাপক কুইন রহমান ও তার মা
লাইলী রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের
করেছে টুসির পরিবার।

0 comments:

Post a Comment